shono
Advertisement

জাপানে নগ্ন পুরুষদের উৎসবে এবার মহিলারাও! হাজার বছরে এই প্রথম

প্রাচীন এই প্রথায় এতদিন অংশ নিতে পারতেন না মহিলারা।
Posted: 01:01 PM Jan 24, 2024Updated: 01:01 PM Jan 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছর ফেব্রুয়ারি মাসে জাপানের (Japan) হনশু দ্বীপে পালিত হয় ‘হাডাকা মাতসুরি’ উৎসব। এই উৎসব ‘নগ্ন পুরুষ উৎসব’ নামেই খ্যাত। ১২৫০ বছর ধরে চলতে থাকা এই উৎসবে এবারই প্রথম প্রবেশের অধিকার দেওয়া হয়েছে মহিলাদের। তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষেই।

Advertisement

ফেব্রুয়ারির তৃতীয় শনিবার সাইদাইজি কানোনিন টেম্পলে পালিত হয় এই উৎসব। এত বছর এই উৎসবে অংশ নিতে পারতেন না মহিলারা। কিন্তু এবার স্থানীয় মহিলাদের এক দল উৎসবে অংশ নেবেন। কিন্তু তাঁরা সম্পূর্ণ পোশাক পরে থাকবেন। এবং যে প্রথাগত সংঘর্ষে লিপ্ত হন পুরুষরা, তার চেয়েও দূরে থাকতে হবে তাঁদের। পাশাপাশি নাওইজাসা প্রথা মেনে পোশাকে আচ্ছাদিত বাঁশ নিয়ে প্রবেশ করতে হবে তাঁদের। সব মিলিয়ে ৪০ জন মহিলা ওই উৎসবে অংশ নেবেন বলে জানা যাচ্ছে।

[আরও পড়ুন: অশুচি মিলনে বাড়ছে জরায়ুমুখের ক্যানসার? কীভাবে হবে রক্ষা? জানালেন বিশেষজ্ঞ]

স্থানীয় সময় যখন কাঁটায় কাঁটায় ৩টে ২০, সেই সময়ই শুরু হয় ফসলের প্রাচুর্য, সমৃদ্ধি ও উর্বরতার এই উৎসব। তবে নামে ‘নগ্ন’ হলেও একেবারে সুতোবিহীন হন না অংশগ্রহণকারী পুরুষরা। তাঁদের শরীরে থাকে নামমাত্র পোশাক। পায়ে টাবি নামের সাদা মোজা ও ফানডোশি নামের কটিবস্ত্র পরে থাকেন তাঁরা। 

[আরও পড়ুন: সরকারি হাসপাতালে আরও বেশি অস্থি অস্ত্রোপচারের লক্ষ্য, স্বাস্থ্যসাথীর নিয়মে বদল আনছে স্বাস্থ্য দপ্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার