shono
Advertisement
Jasprit Bumrah

ধোনি, কোহলি, রোহিত, অধিনায়ক হিসাবে কে কেমন? ফাঁস করলেন বুমরাহ

তিন অধিনায়কের মধ্যে ফারাক বোঝালেন ভারতের এক নম্বর পেসার।
Published By: Subhajit MandalPosted: 08:43 PM Aug 17, 2024Updated: 08:50 PM Aug 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কেরিয়ার শুরু মহেন্দ্র সিং ধোনির অধীনে। বিরাট কোহলির অধিনায়কত্বে তিন ফরম্যাটে অন্যতম সেরা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর রোহিত শর্মার অধীনে পেয়েছেন বিশ্বসেরার স্বীকৃতি। দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা তিন অধিনায়ককে কাছ থেকে দেখেছেন টিম ইন্ডিয়ার সেরা পেসার জশপ্রীত বুমরাহ। তিন অধিনায়কের পার্থক্য কী? এক সাক্ষাৎকারে ফাঁস করলেন তিনি।

Advertisement

বুমরাহ বলছেন, "খুব অল্প সময়েই ধোনি আমাকে প্রচুর নিরাপত্তা দিত। সাহস জোগাত। ওর নিজের সহজাত প্রবৃত্তির উপর, ক্রিকেটীয় বুদ্ধির উপর ভীষণ আস্থা আছে। ও আগে থেকে পরিকল্পনা করায় বিশ্বাস করে না।" ধোনির অধিনায়কত্বে অভিষেক হলেও বুমরাহ বেশিদিন তাঁর অধীনে খেলার সুযোগ পাননি।

[আরও পড়ুন: ডুরান্ড ডার্বি বাতিলে পয়েন্ট ভাগ দুই প্রধানে, কোন অঙ্কে নক আউটে মোহন-ইস্ট?]

ধোনির পর তিন ফরম্যাটে ভারতের অধিনায়ক হন বিরাট কোহলি। বিরাটের অধীনে বেশ কয়েক বছর খেলেছেন টিম ইন্ডিয়ার পয়লা নম্বর পেসার। বিরাট সম্পর্কে বুমরাহর পর্যবেক্ষণ, "বিরাট কোহলির আলাদা প্রাণশক্তি আছে। ও আমাদের ফিটনেস ঠিক করতে উৎসাহ দিত। এখন ও অধিনায়ক নয় ঠিকই কিন্তু এখনও আমাদের নেতা। অধিনায়কত্ব তো শুধু একটা পদ। কিন্তু দল তো চালায় ১১ জন।"

[আরও পড়ুন: ‘ডার্বি বাতিল ভুল সিদ্ধান্ত, বড় ম্যাচ অবশ্যই হওয়া উচিত ছিল’, বিস্ফোরক কুণাল]

আইপিএল ধরলে সবচেয়ে বেশিদিন রোহিত শর্মার অধীনেই খেলেছেন বুমরাহ। তাঁর মতে, "রোহিত সেই বিরল অধিনায়কদের মধ্যে একজন যে ব্যাটার হওয়া সত্ত্বেও বোলারদের যন্ত্রণাটা বোঝে। ও ক্রিকেটারদের আবেগ বোঝে। ক্রিকেটারের মনের মধ্য কী চলছে বুঝতে পারে। রোহিত একগুয়ে নয়। ও বোলারদের মতামত নেয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁর কেরিয়ার শুরু মহেন্দ্র সিং ধোনির অধীনে।
  • বিরাট কোহলির অধিনায়কত্বে তিন ফরম্যাটে অন্যতম সেরা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
  • রোহিত শর্মার অধীনে পেয়েছেন বিশ্বসেরার স্বীকৃতি।
Advertisement