shono
Advertisement

Breaking News

Jasprit Bumrah

মেলবোর্নে ইতিহাস গড়ে ২০০ উইকেট বুমরাহর, ভাঙলেন সর্বকালের সেরাদের রেকর্ড

বুমরাহর বিধ্বংসী স্পেলে মেলবোর্নে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ভারত।
Published By: Subhajit MandalPosted: 09:48 AM Dec 29, 2024Updated: 01:18 PM Dec 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশ্নাতীতভাবেই বর্তমান প্রজন্মের সেরা পেসার তিনি। এবার জশপ্রীত বুমরাহর তুলনা শুরু হল সর্বকালের সেরাদের সঙ্গে। মেলবোর্ন টেস্টে ইতিহাসের খাতায় নাম তুলে দিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। দ্রুততম ভারতীয় পেসার হিসাবে টেস্টে ২০০ উইকেটের গণ্ডি পেরোলেন। একই সঙ্গে গোটা বিশ্বে একমাত্র বোলার হিসাবে কুড়ির নিচে গড় রেখে ২০০ উইকেটের গণ্ডি পেরোলেন তিনি।

Advertisement

রবিবাসরীয় মেলবোর্নে ট্র্যাভিস হেডকে ১ রানে প্যাভিলিয়নের ফেরানোর সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটে বুমরাহ ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন। কেরিয়ারের ৪৪তম টেস্টে ২০০ তম উইকেটটি পেলেন ভারতীয় দলের 'ব্রহ্মাস্ত্র'। যা ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম। অন্যান্য ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র রবিচন্দ্রন অশ্বিন তাঁর চেয়ে কম ম্যাচে ২০০ উইকেট তুলেছেন। অশ্বিন ওই মাইলফলক ছুঁয়েছেন ৩৭ টেস্টে। জাদেজাও বুমরাহর মতোই ৪৪টেস্টে ২০০ উইকেট পান।

তবে আরও বেশি চমকপ্রদ হল, এদিন ২০০ উইকেটের মাইলফলক বুমরাহ যে গড় বজায় রেখে ছুঁলেন, সেটা সর্বকালের সেরা বোলারদেরও হার মানায়। বুমরাহই গোটা বিশ্বের একমাত্র বোলার যিনি কুড়ির কম গড়ে ২০০ উইকেট পেলেন। ২০০তম উইকেট পাওয়ার সময় বুমরাহর গড় ছিল ১৯.৫৬। এর আগে ম্যালকম মার্শাল সর্বনিম্ন ২০.৯ গড় রেখে ওই মাইলফলকে পৌঁছন। জোয়েল গার্নার ২০০ উইকেট পাওয়ার সময় তাঁর গড় ছিল ২১.০। একই গড় ছিল কার্টলি অ্যামব্রোসেরও।

এদিন বুমরার বিধ্বংসী স্পেল এবং সিরাজের সঙ্গতে মেলবোর্ন টেস্টে খানিকটা কামব্যাক করেছে ভারত। চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট খুইয়ে ফেলেছে অজিরা। যদিও অস্ট্রেলিয়ার লিড ২৪০ পেরিয়েছে। হাতে আরও ৪ উইকেট। এদিন অন্তত গোটা দুই সহজ ক্যাচ ফসকেছেন ভারতীয় ফিল্ডাররা। সেটা না হলে খেলার পরিস্থিতি অন্যরকম হত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেলবোর্ন টেস্টে ইতিহাসের খাতায় নাম তুলে দিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক।
  • দ্রুততম ভারতীয় পেসার হিসাবে টেস্টে ২০০ উইকেটের গণ্ডি পেরোলেন।
  • একই সঙ্গে গোটা বিশ্বে একমাত্র বোলার হিসাবে কুড়ির নিচে গড় রেখে ২০০ উইকেটের গণ্ডি পেরোলেন তিনি।
Advertisement