Advertisement
ফিল্মফেয়ারের মঞ্চে গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন জয়া, জিতলেন সেরার শিরোপাও
তাঁর ছবি দেখে অনুরাগীদের মনে ঝড়। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
২০২৫ সালের 'জয় ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস'-এ চিরন্তন ফ্যাশনের রানির শিরোপা জিতে নিলেন জয়া আহসান। কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত তারকাখচিত এই অ্যাওয়ার্ডস শোতে আলাদা করে নজর কাড়লেন জয়া।
এদিন তিনি সানায়া কোচরের ডিজাইন করা লেমন ইয়েলো রঙের নুডুল স্ট্র্যাপ লং গাউনে দ্যূতি ছড়ালেন। সঙ্গে নিয়েছিলেন আলেকজান্ডার ম্যাকুইনের ক্লাচেস। গাউনের সঙ্গে সেজেছিলেন মানানসই জুয়েলারিতে।
সাবেকি পোশাকের পাশাপাশি তিনি যে পশ্চিমি পোশাকেও সমান স্বচ্ছন্দ্য তা তিনি আবারও প্রমাণ করলেন। তবে সাজসজ্জার ক্ষেত্রে বরাবরই নিজস্বতা বজায় রাখায় বিশ্বাসী অভিনেত্রী।
ইতিপূর্বেও তাঁকে একাধিকবার ডিজাইনারদের পোশাকে মোহময়ী রূপে দেখা গিয়েছে।তাঁর রূপের ছটায় নেট দুনিয়ায় ঝড় উঠেছে।
Published By: Sulaya SinghaPosted: 05:55 PM Mar 18, 2025Updated: 05:55 PM Mar 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ