shono
Advertisement
Jaya Bachchan

জয়া-অমিতাভ বচ্চন! ডাক শুনে রাজ্যসভায় রেগে কাঁই 'ধন্যি মেয়ে'

স্বামীর নামেই মহিলাদের পরিচয় হবে? রাজ্যসভায় প্রশ্ন তারকা সাংসদের।
Published By: Anwesha AdhikaryPosted: 12:13 PM Jul 30, 2024Updated: 12:13 PM Jul 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় রেগে কাঁই জয়া বচ্চন। সংসদের উচ্চকক্ষে তাঁকে স্বামীর নাম নিয়ে সম্বোধন করেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। তাতেই মেজাজ হারান অভিনেত্রী-সাংসদ। তবে শেষ পর্যন্ত রাগ সামলে নিয়ে বক্তৃতা চালিয়ে যান জয়া। উল্লেখ্য, এর আগেও রাজ্যসভায় মেজাজ হারাতে দেখা গিয়েছিল সমাজবাদী পার্টির সাংসদকে।

Advertisement

দিল্লিতে ইউপিএসসি কোচিং সেন্টারে জলে ডুবে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনা নিয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল জয়ার। সোমবার অধিবেশন চলাকালীন রাজ্যসভায় এই বিষয় নিয়ে বক্তব্য পেশ করতে বলেন ডেপুটি চেয়ারম্যান। সেই সময়েই বলি অভিনেত্রীকে সম্বোধন করতে গিয়ে তিনি বলেন, "শ্রীমতী জয়া অমিতাভ বচ্চনজি, আপনি এবার বলুন"। এই কথা শোনার পরেই রেগে ওঠেন জয়া।

[আরও পড়ুন: গরুপাচার কাণ্ড: CBI মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, জেলমুক্তি হবে?]

রাজ্যসভায় দাঁড়িয়ে সাফ বলেন, "আমাকে কেবল জয়া বচ্চন বললেই যথেষ্ট।" তবে অভিনেত্রীকে সতর্ক করে ডেপুটি চেয়ারম্যান বলেন, "নথিপত্রে আপনার পুরো নাম এটাই লেখা আছে। সেজন্যই আমি এই নাম বলেছি।" তাতেও অবশ্য ধন্যি মেয়ের রাগ কমেনি। রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেন, "স্বামীর নামেই মহিলাদের পরিচয় হবে? তাদের নিজস্ব কোনও অস্তিত্ব নেই?" তবে শেষ পর্যন্ত নিজের বক্তৃতা সম্পন্ন করেন উত্তরপ্রদেশের সপা সাংসদ।

তবে এই প্রথমবার নয়, রাজ্যসভায় এর আগেও মেজাজ হারাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিমান মন্ত্রক সংক্রান্ত একটি প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়। এর পরই কংগ্রেসের দীপেন্দর সিং হুডা ও অন্যান্য কয়েকজন সদস্যের সঙ্গে জয়া বচ্চনও দাঁড়িয়ে পড়ে প্রতিবাদ জানান। তাঁদের শান্ত করার চেষ্টা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তখনই জয়াকে (Jaya Bachchan) বলতে শোনা যায়, ”আমরা স্কুলপড়ুয়া নই।” সোমবার আবারও রেগে উঠলেন তারকা সাংসদ।

[আরও পড়ুন: ওয়ানড় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, আর্থিক সাহায্য ঘোষণা মোদির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লিতে ইউপিএসসি কোচিং সেন্টারে জলে ডুবে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনা নিয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল জয়ার।
  • ধন্যি মেয়ের রাগ কমেনি। রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেন, "স্বামীর নামেই মহিলাদের পরিচয় হবে? তাদের নিজস্ব কোনও অস্তিত্ব নেই?"
  • রাজ্যসভায় এর আগেও মেজাজ হারাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
Advertisement