shono
Advertisement

তামিলনাড়ুতে মসনদে ফিরছেন আম্মা, অসম হাতছাড়া গগোইয়ের

রাজনীতির ময়দানে আসা যাঁর হাত ধরে সেই এমজিআর-এর মতোই প্রবল পরাক্রমে দ্বিতীয়বার মসনদে ফিরছেন জয়ললিতা৷ তামিল রাজনীতির ইতিহাসে গত ৩২ বছরের মধ্যে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে ফিরছেন৷
Posted: 07:14 PM May 19, 2016Updated: 01:51 PM May 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল সরকার বিরোধী হাওয়া, বুথ ফেরত সমীক্ষা সবই ছিল বিপক্ষে৷ সব অনুমানকে ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে ফেলে দিলেন আম্মা জে জয়ললিতা৷ রাজনীতির ময়দানে আসা যাঁর হাত ধরে সেই এমজিআর-এর মতোই প্রবল পরাক্রমে দ্বিতীয়বার মসনদে ফিরছেন জয়ললিতা৷ তামিল রাজনীতির ইতিহাসে গত ৩২ বছরের মধ্যে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে ফিরছেন৷

Advertisement

তামিলনাড়ুর রাজনীতির ট্রেন্ডই হল প্রত্যেক পাঁচবারে এখানে সরকার বদল হয়৷ এবারও প্রত্যেক বুথ ফেরত সমীক্ষায় আম্মা যে মসনদে ফিরবেন না সেই অনুমানই করেছিল৷ একমাত্র এক্সিট পোলে সি-ভোটার অনুমান করেছিল ১৩৯টি আসনে জিতবে এআইএডিএমকে৷ সেই সমীক্ষাকে সত্যিই প্রমাণ করে তামিল রাজনীতির ট্রেন্ডকে উল্টে দিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদে জে জয়ললিতার শপথ নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা৷

সকাল এগারোটা পর্যন্ত ২৩৪টি আসনের মধ্যে ১৪০টি আসন একক ভাবে দখল করেছে জয়ললিতার এআইএডিএমকে৷ ৮০টি আসনে জয় লাভ করেছে ডিএমকে-কংগ্রেস জোট৷ একেবারে ধুয়ে মুছে গিয়েছে বিজয়কান্ত, অম্বুমণি রামাডস এবং ভাইকোর তৃতীয় পার্টির জোট৷ এই জয়ের মাধ্যমে তামিল রাজনীতিতে করুণানীধিকে একেবারে অপ্রাসঙ্গিক করে দিলেন জয়ললিতা৷ ‘কলাইনর’ করুণানিধী নিজে জিতলেও খুবই খারাপ অবস্থা তাঁর দল ডিএমকে-র৷ রাজ্যের পশ্চিমপ্রান্তে যেখানে এআইএডিএমকে খুবই শক্তিশালী সেখানে ৫৭টি আসনের মধ্যে ৪১টি আসনে জিতেছে আম্মার দল৷ দক্ষিণ তামিলনাড়ু এবং কাবেরী ব-দ্বীপ অঞ্চলে এআইএডিএমকে জিতেছে ৩৫ এবং ২২টি আসনে৷ করুণানিধীর দলের শক্ত ঘাঁটি উত্তর তামিলনাড়ুতেও সমানে সমানে টক্কর দিয়েছে জয়ললিতার দল৷ ৭৮টি আসনের মধ্যে সেখানে ৩৭টি আসনে এগিয়ে রয়েছে এআইএডিএমকে৷

দেশের দুই প্রান্তে যেমন দেখা যাচ্ছে দুই মহিলাই মসনদে ফিরছেন তেমনই অসমে ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস৷ প্রথম বার উত্তর-পূর্বের কোন রাজ্যে দাঁত ফোটাতে সক্ষম হল গেরুয়া শিবির৷ রাজ্যের ১২৬টি আসনের মধ্যে ৭৫টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট৷ কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ২৩টি আসনে৷ অসমের তিতাবর কেন্দ্রে ৭৬৫৯ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী তরুণ গগোই৷ মাজুলি কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্বানন্দ সোনওয়াল৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement