সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ কোটিরও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত হল জেট এয়ারওয়েজের (Jet Airways)। আর্থিক তছরুপের মামলায় বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গিয়েছে, ১৭টি ফ্ল্যাটের পাশাপাশি বেশ কয়েকটি বাংলো ও অন্যান্য বাড়ি বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে অধিকাংশই জেট এয়ারওয়েজের মালিক নরেশ গোয়েল ও তাঁর পরিবারের সদস্যদের নামে নথিভুক্ত রয়েছে। মঙ্গলবারই নরেশ-সহ আরও পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ইডি (ED)।
পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিল কানাড়া ব্যাঙ্ক (Canara Bank)। সেই অভিযোগে গত ১ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় নরেশকে। কানাড়া ব্যাঙ্কের অভিযোগ, বিপুল পরিমাণ ঋণ নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার হয়েছে। গয়না, আসবাবপত্র কেনার কাজে খরচ করা হয়েছে ঋণের অর্থ। অথচ ৫৩৮ কোটি টাকার ঋণ এখনও বকেয়া রয়েছে কানাড়া ব্যাঙ্কের কাছে। সেই কারণেই বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
[আরও পড়ুন: ‘তালিবান মানসিকতার দাওয়াই বজরংবলীর গদা’, ইজরায়েল যুদ্ধ নিয়ে মন্তব্য যোগীর]
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নরেশ গোয়েল। তিনি আদালতে জানান, সাহারা এয়ারলাইন্স কিনতেই ঋণ নিয়েছিলেন। তবে ধোপে টেকেনি এই যুক্তি। ইডির হাতে গ্রেপ্তার হন জেট কর্তা নরেশ। মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে পেশ করা হয় চার্জশিট। সব মিলিয়ে পাঁচজনে বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। ৮৪৮ কোটি টাকা ঋণের মধ্যে এখনও ৫৩৮ কোটি টাকা বকেয়া রয়েছে।
ইডি সূত্রে খবর, ভারতের নানা রাজ্যে ফ্ল্যাট ও বাংলো রয়েছে নরেশের। তার মধ্যে বেশ কয়েকটি রয়েছে জেট কর্তার স্ত্রী অনিতা ও পুত্র নিভানের নামে। সমস্ত সম্পত্তিই বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও লন্ডন ও দুবাইতে থাকা নরেশের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। জেট এয়ারওয়েজের নামে যেসমস্ত সম্পত্তি রয়েছে সেগুলোও বাজেয়াপ্ত করা হয়েছে।