shono
Advertisement

রাজ্য পরিবহণ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

১৭ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন৷ The post রাজ্য পরিবহণ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 06:52 PM Feb 04, 2019Updated: 06:52 PM Feb 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ মোটর ভেহিকলস ইনস্পেক্টর (নন-টেকনিক্যাল) পদে কর্মী নিয়োগ করবে রাজ্য পরিবহণ দপ্তর৷ আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে৷ তবে দক্ষতার নিরিখে ওই কর্মীদের উন্নতির কথা ভাবা হবে৷ //www.pscwbapplication.in এই ওয়েবসাইটেই মিলবে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য৷ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন৷
মোটর ভেহিকলস ইনস্পেক্টর (নন টেকনিক্যাল) বিভাগে ৭৪ জনকে নিয়োগ করা হবে৷ সাধারণদের জন্য ৩৭ জন পদ সংরক্ষিত৷ তফসিলি জাতির জন্য ১৭টি এবং তফসিলি উপজাতিদের জন্য ৪টি পদ সংরক্ষিত৷ ১২টি শূন্যপদ সংরক্ষিত অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য৷ পিডব্লুডি প্রার্থীদের জন্য ২টি এবং এমএসপিদের জন্য ১টি শূন্যপদ সংরক্ষিত৷

Advertisement

[পরীক্ষা নয়, শুধু ইন্টারভিউ দিয়েই প্রচুর চাকরির সুযোগ এসবিআই-তে]

আবেদনের যোগ্যতা:
১. যেকোনও বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ থেকে স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷
২. মোটর ভেহিকলস ইনস্পেক্টর (নন টেকনিক্যাল) পদে আবেদনকারীর অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে পারার দক্ষতা থাকা আবশ্যক৷
৩. আবেদনকারীর ১৭০ সেন্টিমিটার উচ্চতা থাকা প্রয়োজন৷ বুকের ছাতি না ফুলিয়ে ৮৬ সেন্টিমিটার এবং ছাতি ফুলিয়ে ৯১ সেন্টিমিটার হওয়া প্রয়োজন৷
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ ১ জানুয়ারি, ২০১৯ তারিখ হিসাবে আবেদনকারীকে সর্বোচ্চ ৩৯ বছর বয়সি হতে হবে৷ সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীরা ৫ বছর বয়স পর্যন্ত ছাড় পাবেন৷ অন্যান্য অনগ্রসর প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন৷

[প্রচুর কর্মী নিয়োগ করবে বিএসএফ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]

আবেদনের পদ্ধতি:
//www.pscwbapplication.in এই ওয়েবসাইটে গিয়েই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন আবেদনকারীরা৷ আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে৷ সাধারণ প্রার্থীদের ১৬০ টাকা ব্যাংকে জমা দিতে হবে৷ এরপর চালান ডাউনলোড করতে হবে আবেদনকারীকে৷ মনে রাখবেন আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্রই ওই চালান৷ তাই এটি ভুলেও হারাবেন না৷ প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ ওই পরীক্ষায় পাশ হলে হবে ইন্টারভিউ৷ এরপরই চূড়ান্ত পর্যায়ে কর্মী নিয়োগের তালিকা প্রকাশ করা হবে৷ আপাতত চুক্তি ভিত্তিতেই কর্মী নিয়োগ করা হবে৷

[হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]

বেতন:
এই পদে গ্রেড পে ৩ হাজার ৯০০ টাকা৷ ৭ হাজার ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৭ হাজার ৬০০ টাকা পর্যন্ত বেতন পাবেন নির্বাচিত প্রার্থীরা৷

The post রাজ্য পরিবহণ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement