shono
Advertisement

ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, জেনে নিন যাবতীয় খুঁটিনাটি

কবে, কোথায় নেওয়া হবে ইন্টারভিউ? The post ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, জেনে নিন যাবতীয় খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:56 PM Aug 26, 2020Updated: 04:09 PM Aug 26, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। এবার চলুন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Advertisement

আবেদনকারীর যোগ্যতা:
১. পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
২. মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ডিপ্লোমা ল্যাবরেটরি টেকনিকসে ২ বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
৩. এমএস অফিস এবং ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
৪. ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকা কাম্য।

আবেদনকারীর বয়সসীমা:
৪ সেপ্টেম্বর, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: করোনার জেরে চলতি বছর কর্মীদের বেতন বাড়ায়নি দেশের অধিকাংশ সংস্থাই, বলছে সমীক্ষা]

বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা ১৭ হাজার ২২০ টাকা বেতন পাবেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনকারীর করণীয়:
শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র নিয়ে ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে হবে। কোনও অভিজ্ঞতা থাকলে সেই সংক্রান্ত সার্টিফিকেটও সঙ্গে রাখতে হবে।

ইন্টারভিউয়ের দিনক্ষণ:
আগামী ৪ সেপ্টেম্বর থেকে সকাল দশটা থেকে শুরু হবে ইন্টারভিউ।

ইন্টারভিউয়ের স্থান:
ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, মেডিক্যাল কলেজ, ৮৮ কলেজ স্ট্রিট, কলকাতা-৭০০০৭৩।

আবেদন সংক্রান্ত অন্যান্য যেকোনও তথ্যের জন্য https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

The post ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, জেনে নিন যাবতীয় খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement