সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আয়কর বিভাগ। পশ্চিমবঙ্গ এবং সিকিমের আয়কর বিভাগে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ মোট ২৪টি। ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। খেলাধূলায় দক্ষরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। তবে তার আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স পাশ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
১৮ এপ্রিল, ২০২২ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স পাশ হতে হবে।
- আবেদনকারীকে ঘণ্টায় ৮ হাজার কি ডিপ্রেশনে দক্ষ হতে হবে।
[আরও পড়ুন: মহিলাদের জন্য সুখবর, দশম শ্রেণি পাশেই মিলতে পারে চাকরি]
আবেদনকারীর বয়সসীমা:
১৮ এপ্রিল, ২০২২ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
মাল্টি টাস্কিং স্টাফ
মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
১৮ এপ্রিল, ২০২২ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বিঃদ্রঃ – আবেদনকারীকে অবশ্যই দক্ষ ক্রীড়াবিদ হতে হবে।
আবেদনের পদ্ধতি:
https://incometaxindia.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তারপর এনক্লোজর আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হল: অ্যাডিশনাল কমিশনার অফ ইনকাম ট্যাক্স, হেডকোয়াটার্স, ফার্স্ট ফ্লোর। রুম নম্বর – ১৪। আয়কর ভবন-৭। চৌরঙ্গি স্ক্যোয়ার। কলকাতা: ৭০০০৬৯।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
প্রথমে প্রার্থীদের আবেদনপত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। তারপর প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে। তবে কবে, কোথায় পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আবেদনপত্র সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://incometaxindia.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।