সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? সরকারি চাকরি খুঁজছেন? তবে রাজ্য সরকার আপনার জন্য নিয়ে এসেছে সুখবর৷ শুধুমাত্র স্নাতক হলেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে মিলতে পারে চাকরির সুযোগ৷ জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে বেশ কয়েকজন নিয়োগ করা হবে৷ লিখিত পরীক্ষা নয়, কেবল ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ৷
জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ৬টি
[ আরও পড়ুন: ইন্টারভিউয়ের মাধ্যমে পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন নিয়োগের খুঁটিনাটি]
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷
অন্যান্য যোগ্যতা: পরিবেশ নিয়ে গবেষণা সংক্রান্ত সংস্থায় অন্তত এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷
[ আরও পড়ুন: রাজ্য পুলিশের একাধিক শাখায় প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনকারীর বয়স: ১ জানুয়ারি, ২০১৯ তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ৩৯ বছর হতে হবে। তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর বয়সে ছাড় পাবেন৷
আবেদনের পদ্ধতি: লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই শূন্যপদে চাকরি পাওয়া সম্ভব৷ আগামী ২ জুলাই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত একঘণ্টা ধরে চলবে ইন্টারভিউ৷ সল্টলেকের পরিবেশ ভবনে ইন্টারভিউ নেওয়া হবে৷ চাকরি সংক্রান্ত যেকোনও তথ্য পাওয়া যাবে https://www.wbpcb.gov.in এই ওয়েবসাইটে৷
[ আরও পড়ুন: মাধ্যমিক পাশেই জেলা আদালতে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
বেতন: ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থী প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা বেতন পাবেন৷
The post ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে কর্মী নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.