সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি 'বৃদ্ধ হলেন'। একথা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে বার বার উঠে এসেছে জো বাইডেন সম্পর্কে। বিশেষত ‘প্রেসিডেন্সিয়াল ডিবেটে’ ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সামনে রীতিমতো বেকায়দায় পড়তে হয়েছিল ডেমোক্র্যাট নেতাকে। যার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করে, এমন শারীরিক ও মানসিক অবস্থায় কেউ কি প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন? অবশেষে এর জবাব দিলেন বর্ষীয়ান নেতা। জানিয়ে দিলেন, তিনি বৃদ্ধ হলেও তাঁর মানসিক শক্তি অটুট রয়েছে।
এনবিসির এক সঞ্চালককে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। সেখানেই তাঁকে এই বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। তাঁর কথায়, ''আমি বৃদ্ধ। কিন্তু আমি ট্রাম্পের থেকে মাত্র তিন বছরের বড়। এটা এক নম্বর। আর দুনম্বর কথা হল, আমার মানসিক শক্তি খুবই ভালো। আমি সাড়ে তিন বছরে যা করেছি তা যে কোনও প্রেসিডেন্টে দীর্ঘদিন করেননি।''
[আরও পড়ুন: ২১ জুলাই মুসলিম হবেন ২৩ হিন্দু যুবা, যোগীকে ‘চ্যালেঞ্জ’ বরেলির মৌলানার!]
গত রবিবার আততায়ীর হামলার মুখে পড়েছিলেন ট্রাম্প। পরদিন, সোমবারই ছিল বাইডেনের সাক্ষাৎকার। এই পরিস্থিতিতেও সঞ্চালকের সঙ্গে কথা বলার সময় অবশ্য রিপাবলিকান প্রার্থীকে আক্রমণ করা থেকে বিরত হননি তিনি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমি ওই লোকটির মতো নই, যিনি প্রথম দিন থেকেই বলে আসছেন তিনি একনায়ক হতে চান। আমি ওই লোকটির মতো নই, যিনি বলে বেড়ান তিনি নির্বাচনের ফলাফলকে মেনে নিতে পারেন না। উনি তো হেরে গেলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলেন!''
তিনি যে প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়াবেন না, সেকথা আগেও বলেছেন বাইডেন। পাশাপাশি ট্রাম্পের মুখোমুখি তাঁর ‘অস্বস্তিকর’ পারফরম্যান্স নিয়েও সমর্থকদের সামনে এক ভাষণে বাইডেনকে বলতে শোনা গিয়েছিল, ”আমরা গত সপ্তাহে একটা ছোট্ট ডিবেট করেছিলাম। বলছি না ওটা ছিল আমার সেরা পারফরম্যান্স। কিন্তু এর পর থেকেই নানা জল্পনা শোনা যাচ্ছে। জো এবার কী করবে? ও কি দৌড়ে থাকবে? নাকি সরে দাঁড়াবে? বেশ। তাহলে আমার জবাবটাও জেনে নিন। আমি দৌড়ব এবং আবারও জিতব।” সেই বলিষ্ঠ মেজাজেই ফের ধরা দিলেন বাইডেন। এনবিসির সাক্ষাৎকারে পরিষ্কার করে দিলেন, তিনি বৃদ্ধ হলেও তাঁর মানসিক শক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না।