অর্ণব আইচ: রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার বিশেষ ইডি আদালত ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং ২৫ হাজার টাকার দুটি সিকিউরিটি বন্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে শর্তাধীন জামিন দিল। উল্লেখ্য, রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ইডির দায়ের করা মামলা ছাড়া অন্য কোনও মামলা তাঁর বিরুদ্ধে না থাকায় জামিন প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রায় সাড়ে ১৪ মাস পর জেলমুক্তি হবে 'বালু'র।
রেশন দুর্নীতি মামলায় একের পর এক অভিযুক্ত বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা আগেই জামিন পেয়েছেন। একা জ্যোতিপ্রিয়ই ছিলেন জেলে। আদালতে বালুর আইনজীবী বাকিবুর-শঙ্করের জামিনকে হাতিয়ার করে তাঁর মক্কেলের মুক্তির পক্ষে সওয়াল করেছেন। বলেছেন, জ্যোতিপ্রিয় অসুস্থ। জেলের বাইরে চিকিৎসার প্রয়োজন। উলটোদিকে জামিন আটকাতে মরিয়া ইডির দাবি ছিল, জ্যোতিপ্রিয় দুর্নীতির গঙ্গাসাগর। কিং মেকার। তিনি জেলের বাইরে বেরলে তদন্তকে প্রভাবিত করতে পারেন। কিন্তু এদিন বিচারকের সামনে ইডির এই যুক্তি ধোপে টেকেনি।
বিশেষ ইডি আদালতের বিচারকের পর্যবেক্ষণ, তদন্ত প্রক্রিয়া চলছে। কিন্তু তার জন্য় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে হেফাজতে রাখার প্রয়োজন নেই। এখনই মামলার ট্রায়াল শুরুর সম্ভাবনাও নেই। তাই জ্যোতিপ্রিয়কে জামিন দিতে সমস্যা নেই। তবে এই জামিন শর্তসাপেক্ষ। জেলমুক্তির পরও কয়েকটি বিষয় তাঁকে মেনে চলতে হবে।
- তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করতে হবে।
- বিচারপ্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকতে হবে।
- সাক্ষীদের প্রভাবিত করা চলবে না।
- পাসপোর্ট-ভিসা জমা রাখতে হবে।
- আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না।