shono
Advertisement

Breaking News

দূর হল সংশয়, জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন বাইডেন

হোয়াইট হাউসের তরফে একথা জানানো হয়েছে।
Posted: 09:07 AM Sep 06, 2023Updated: 09:07 AM Sep 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দূর হল সংশয়ের কাঁটা। জি-২০ সম্মেলনে (G20 Summit) যোগ দিতে নয়াদিল্লি আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা আক্রান্ত হওয়ার পরে তাঁর ভারতে আসা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এবার হোয়াইট হাউস জানিয়ে দিল, বাইডেনের কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এবং তাঁর শরীরে সংক্রমণের কোনও লক্ষণও নেই। তবে তিনি সফরে বেশির ভাগ সময় মাস্ক পরে থাকবেন ও করোনা গাইডলাইন মেনেই চলবেন সাবধানতা অবলম্বন করতে।

Advertisement

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারিন জিন-পিয়ের জানিয়েছেন, বৃহস্পতিবারই নয়াদিল্লি আসছেন বাইডেন (Joe Biden)। পরে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক এই সম্মেলনের আগে মোদি-বাইডেন বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও চিন সাগরে লালফৌজের আগ্রাসানের বিরুদ্ধে একজোট হয়েছে আমেরিকা ও ভারত। ফলে জি-২০-র মঞ্চ থেকে দুই মিত্রদেশ চিনকে কী বার্তা দেয় তার দিকে নজর রয়েছে গোটা বিশ্বের।

[আরও পড়ুন: জি২০ সম্মেলনে বিশ্বকে স্বাগত জানাবে ২৮ ফুট উচ্চতার নটরাজ!]

মোদির সঙ্গে বৈঠকের পরে শনি ও রবি জি-২০ সম্মেলনে অংশ নেবেন বাইডেন। উল্লেখ্য, আসন্ন জি-২০ সামিটের আয়োজক দেশ ভারত। ৯ ও ১০ সেপ্টেম্বর দু’দিন চলবে এই সম্মেলন।

[আরও পড়ুন: বদলে যাচ্ছে দেশের নাম! রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে INDIA-র পরিবর্তে BHARAT, তুঙ্গে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement