shono
Advertisement

২০২৪ লোকসভা নির্বাচনের কৌশল কী? দলের শাখা সংগঠনগুলির প্রধানদের শেখালেন নাড্ডা

সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দিল্লির প্রগতি ময়দানে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
Posted: 11:38 AM Jul 02, 2023Updated: 11:38 AM Jul 02, 2023

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: লোকসভা ভোটের (2024 Loksabha Election) জন্য কীভাবে কাজ করতে হবে তার জন্য দলের সমস্ত মোর্চার সভাপতিদের পাঠ দিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। সঙ্গে আগামী ৬, ৭ এবং ৮ জুলাই দেশের তিন প্রান্তে লোকসভার প্রস্তুতি নিয়ে বিজেপির যে বৈঠক রয়েছে, তার রোডম্যাপও তৈরি করে দিয়েছেন। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকরাও। শনিবার দলের সদর দপ্তরে এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের ন’বছর পূর্তি উপলক্ষে বিজেপি ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশ জুড়ে যে জনসংযোগ অভিযান চালিয়েছে, তার রিপোর্ট নিয়ে পর্যালোচনা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বাড়ানো হবে রাস্তা, একই সঙ্গে হনুমান মন্দির ও মাজার ভেঙে দিল দিল্লি সরকার]

বিজেপির অন্দরে এখন লাগাতার বৈঠক চলছে। গত ২৮ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), নাড্ডা, সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে বৈঠক করেন। সরকার ও বিজেপি সংগঠনে পরিবর্তনের জল্পনা তার পরই জোরদার হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দিল্লির প্রগতি ময়দানে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের কথা ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও ভূপেন্দ্র যাদব বড় দায়িত্ব পেতে পারেন বলে জল্পনা। একই সঙ্গে কর্নাটক, গুজরাট-সহ তিনটি রাজ্যে নতুন রাজ্য সভাপতিও ঘোষণা করা হতে পারে। শোনা গিয়েছে, সংঘ পরিবারের থেকে কয়েকজনকে দলীয় সংগঠন এবং মন্ত্রিসভায় নিতে আসা হতে পারে। আবার কেন্দ্রীয় মন্ত্রীদের কয়েকজনকে সংগঠনের কাজে ফেরানোরও পরিকল্পনা রয়েছে বিজেপির।

[আরও পড়ুন: জ্বলছে মণিপুর, তবু ‘মানুষের ভালবাসার টানে’ ইস্তফায় নারাজ মুখ্যমন্ত্রী এন বীরেন সিং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement