সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পুরুলিয়া জেলা আদালতে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোনও মামলার বিচারে নয়। শনিবার সকালে পুরুলিয়া জেলা আদালতে যাওয়ার অন্য কারণ রয়েছে। আদালতে ওয়াটার পিউরিফায়ারের উদ্বোধন করেন বিচারপতি। কংগ্রেস নেতা তথা কলকাতা হাই কোর্টের আইনজীবী কৌস্তভ বাগচির গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন এড়ান। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কোনও কথা বলেননি তিনি।
শনিবার সকালে পুরুলিয়া জেলা আদালত চত্বরে পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তাঁকে স্বাগত জানান পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অন্যান্য আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। পুরুলিয়া জেলা আদালতে তাঁকে আইনজীবী কৌস্তভ বাগচির গ্রেপ্তারি প্রসঙ্গে প্রশ্ন করা হয়। একইসঙ্গে নিয়োগ দুর্নীতি নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। কোন প্রশ্নেরই জবাব দিতে চাননি। “এখানে কোর্ট চালাতে আসেননি”, বলেই জানান বিচারপতি।
[আরও পড়ুন: মন্দিরে ভক্তদের সঙ্গে মেঝেয় বসেই প্রার্থনা বিরাট-অনুষ্কার, ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা]
এদিন পুরুলিয়া জেলা আদালতে একটি ওয়াটার পিউরিফায়ারের উদ্বোধন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুরুলিয়া জেলা আদালতের নতুন ভবনে কাজ এখনও শুরু না হওয়া প্রসঙ্গেও মুখ খোলেন। বলেন, “কিছু জিনিসপত্র আসার কথা রয়েছে। তাই এখনও শুরু করা যাচ্ছে না।” এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান বিচারপতি।
দেখুন ভিডিও: