Advertisement
স্বর্ণযুগের শিল্পীদের স্মৃতিচারণা, হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্রের সুর শোনাবে এই মণ্ডপ
কালীপুজোয় ঝলমলে শহর, আলোয় সেজে উঠেছে কলকাতা। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।
কালীপুজোয় ঝলমলে শহর, আলোয় সেজে উঠেছে কলকাতা। শিল্পীদের সৃজনে সেজেছে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপ। আর সুরের ছন্দে নস্ট্যালজিয়া বেলেঘাটা কর্মী সংঘের পুজোয়।
উত্তর কলকাতার এই পুজো কমিটি প্রতিবছরই দর্শকদের সামনে নতুন বিষয় ভাবনা তুলে ধরার চেষ্টা করে। ৮১তম বর্ষে তাদের উপহার হারানো সুরে সুন্দরী মা।
ক্লাব কর্তারা জানাচ্ছেন, উত্তর কলকাতায় এই ক্লাবেই প্রথমবার সঙ্গীত পরিবেশন করেছিলেন কিংবদন্তি মহম্মদ রফি। চলতি বছর সেই অনুষ্ঠানের ৫০ বছর পূর্তি। তাঁকে ও বিখ্যাত সঙ্গীত শিল্পীদের সম্মান জানিয়েছে এই পুজো মণ্ডপ।
এবার এই পুজোর দায়িত্বে শিল্পী অগ্নিশ হালদার। তিনি বলছেন, বেতার, ক্যাসেটের যুগকে পিছনে ফেলে এগোচ্ছে সময়। ফেলে আসা স্বর্ণযুগের শিল্পীদের শ্রদ্ধা জানিয়ে, অসংখ্য বাদ্যযন্ত্রের হারানো দিনকে স্মরণ করেই এই মণ্ডপের প্রাণ প্রতিষ্ঠা করেছেন।
Published By: Subhankar PatraPosted: 10:02 AM Oct 31, 2024Updated: 10:24 AM Oct 31, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ