সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামলা হতে পারে কিং খানের উপর৷ তাঁর গায়ে কালি ছেটানোর হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল কলিঙ্গ সেনার বিরুদ্ধে৷ হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর উপর আক্রমণ করা হতে পারে বলেই দাবি দলের সদস্যদের৷
[ফের চমক আয়োজকদের, মাধুরীর ঠুমকা দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ]
২৭ নভেম্বর হকি বিশ্বকাপের উদ্বোধন হতে চলেছে ভুবনেশ্বরে৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শাহরুখ খান৷ ওই মঞ্চেই অনুষ্ঠান করবেন মাধুরী দীক্ষিত৷ শোনা যাচ্ছে, ঠুমকার সঙ্গে নাচবেন তিনি৷ এছাড়াও থাকছেন এ আর রহমান৷ ওইদিন নাকি ঘটতে পারে বিপত্তি৷ কলিঙ্গ সেনার দাবি, ভুবনেশ্বরের মাটিতে হকি বিশ্বকাপের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাদ দিতে হবে বাদশাহকে৷ কলিঙ্গ সেনার হুঁশিয়ারি, শাহরুখ অনুষ্ঠানে থাকলেই তারা অশান্তি করবে৷ দলের সাধারণ সম্পাদক নিহার পাণি বলেন, ‘‘কীভাবে শাহরুখের বিরোধিতা করা হবে, সে পরিকল্পনা ইতিমধ্যেই করেছি আমরা৷ বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত গোটা রাস্তায় বিক্ষোভ দেখানো হবে৷ কালো পতাকাও দেখানো হবে কিং খানকে৷ এমনকী, তাঁর মুখে কালো কালিও ছোঁড়া হবে৷’’
[সলমনের বাবা সেলিম খানকে ফোনে হুমকি শাহরুখের, তারপর…]
কিং খানের অনুরাগী অসংখ্য৷ ভুবনেশ্বরেও ফ্যানেদের অভাব নেই৷ তা সত্ত্বেও হকি বিশ্বকাপের অনুষ্ঠানে কেন শাহরুখের যোগদানের সিদ্ধান্তকে ভাল চোখে দেখছে না কলিঙ্গ সেনা? সদস্যদের দাবি, তাঁদের শাহরুখ বিদ্বেষী মনোভাব জন্মেছিল ২০০১ সালে৷ সেই সময় মুক্তি পেয়েছিল ‘অশোকা’৷ ওই সিনেমায় মৌর্য বংশের রাজা অশোকের শাসনকালের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছিল৷ বিগ বাজেটের এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন কিং খান৷ সেই ছবির মাধ্যমে কলিঙ্গদের ভাবাবেগে আঘাত করা হয়েছে৷ এই সিনেমার মাধ্যমে ইতিহাস বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ৷ ওই সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই শাহরুখের উপর ক্ষুব্ধ কলিঙ্গ সেনা৷
[‘ওর বিয়ে তো আমার কী?’ প্রিয়াঙ্কাকে নিয়ে এমনটাই বললেন শাহরুখ]
সেই ক্ষোভের রেশ কাটেনি ১৭ বছরেও৷ প্রতিশোধ নিতেই হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কিং খানকে লক্ষ্য করে কালি ছোঁড়ার সিদ্ধান্ত কলিঙ্গ সেনার৷ হুঁশিয়ারি পাওয়ার পর থেকেই তৎপর প্রশাসন৷ ২৭ নভেম্বর ভুবনেশ্বরের নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ আধিকারিকরা৷
The post কলিঙ্গ সেনার হুমকির মুখে কিং খান, কিন্তু কেন? appeared first on Sangbad Pratidin.