সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন তিনি বিজেপি সাংসদ। নিজেকে 'দেশ কি বেটি' বলতে পছন্দ করেন। কিন্তু একটা সময় এমন ছিল যখন নিজের দেশেই নির্বাসিতর মতো অনুভূতি হত কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। সেই বিরক্তি, ক্ষোভের কথা এতদিনে জানালেন বলিউডের 'কন্ট্রোভার্সি ক্যুইন'।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে কঙ্গনা বলেন, "২০০৪ সালে যখন আমি মুম্বইয়ে আসি, প্রায় সঙ্গে সঙ্গেই ২০০৫-২০০৬ সালে 'গ্যাংস্টার', 'ওহ লমহে' সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা পাই। আমি গ্যাংস্টার, মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত সুপার মডেলের মতো কত আলাদা আলাদা চরিত্রই না অভিনয় করেছি। এত কিছুর পরও কাজ আসা বন্ধ হয়ে যায়।"
[আরও পড়ুন: রাত ২টোয় রাস্তায় একাই ঘুরছেন মধুমিতা, মেয়েদের নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন অভিনেত্রী ]
কঙ্গনা জানান, তিনি দু-এক বছরের যন্ত্রণার কথা বলছেন না। বছরের পর বছর এমনটা হয়েছে। অভিনেত্রীর কথায়, "সেই সময়টা অত্যন্ত কঠিন ছিল। আমায় বার বার বলা হত খুব ভালো অভিনয় করি, আর সেটাই যেন বলিউডে কাজ পাওয়ার অন্তরায় হয়ে গিয়েছিল। মনে করা হত, আমার মতো কেউ ইন্ডাস্ট্রিতে ফিট করবে না। নিজের দেশেই নিজেকে নির্বাসিত মনে হচ্ছিল। ক্যালাবাসাসে (আমেরিকায়) বাড়ি কিনে ফেলেছিলাম। এজেন্ট রেখেছিলাম। নিজের পরিচালনায় একটা শর্টফিল্মও তৈরি করেছিলাম।"
অভিনেত্রীর দাবি, তিনি নিজের কাজে অত্যন্ত ভালো ছিলেন বলেই হয়তো ইন্ডাস্ট্রিতে একঘরে হয়ে গিয়েছিলেন। বেরিয়ে যাওয়ার কথা ভাবতে বাধ্য হয়েছিলেন। তবে তেমনটা আর হয়নি। হিট সিনেমার চাহিদা পূরণ হোক না হোক, রাজনীতিতে পা রেখে সাফল্য পেয়েছেন কঙ্গনা। হয়েছেন মাণ্ডির সাংসদ। আগামী ৬ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে অভিনেত্রীর নতুন সিনেমা 'এমার্জেন্সি'। ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।