সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদয়নিধি স্ট্যালিনের ‘সনাতন’ মন্তব্য ঘিরে উত্তাল দেশ। ওই বক্তব্যের বিরোধিতা করে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। তার মধ্যেই এবার মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কর্ণাটকের (Karnataka) মুখ্যমনন্ত্রী সিদ্ধারামাইয়া (Siddaramaiah)। তিনি বলেন, কেরলে (Kerala) মন্দিরে প্রবেশ করার জন্য জামা খুলতে হয়। এই কারণে মন্দিরেই আর ঢোকেননি তিনি। সত্যিই কি কেরলের মন্দিরগুলিতে এমন নিয়ম রয়েছে?
কেরল বলেই নয়, সমগ্র দক্ষিণ ভারতে বহু মন্দিরে জামা, টিশার্টের মতো পোশাক পরে দেবালয়ে প্রবেশ নিষিদ্ধ। পুরোহিত তথা মন্দির কর্তৃপক্ষ ‘অঙ্গবস্ত্র’ পরে ঢুকতে বলেন। পাতলা শালের মতো পোশাক অথবা আদুল গায়েই মন্দিরে প্রবেশ করা নিয়ম। সম্প্রতি সিদ্ধারামাইয়া বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিন বলেন, “আমি একবার কেরলের একটি মন্দিরে গিয়েছিলাম। মন্দির কর্তৃপক্ষ আমাকে জামা খুলে ভিতরে ঢুকতে বলে। আমি মন্দিরে আর ঢুকিনি। কর্তৃপক্ষকে বলি বাইরে থেকেই প্রার্থনা করব।”
[আরও পড়ুন: ‘না জেনে মন্তব্য করা অনুচিত’! ছেলের পাশে দাঁড়িয়ে মোদিকে তোপ স্ট্যালিনের]
এখানেই থামেননি কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওরাঁ সবাইকে জামা খুলতে বলে না। মানুষ বেছে বেছে বলে। এটা অনৈতিক কাজ। ঈশ্বরের কাছে সকলেই সমান।” উল্লেখ্য, বেঙ্গালুরুরতে অনুষ্ঠিত সমাজ সংস্কারক নারায়ণ গুরুর ১৬৯তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সিদ্ধারামাইয়া।
[আরও পড়ুন: এবার বিরোধী জোটের নাম হোক ‘ভারত’, দেশের নাম বদলের জল্পনার মধ্যে প্রস্তাব থারুরের]
সম্প্রতি সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়ান উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। এই মন্তব্য ঘিরে সরগরম ভারতীয় রাজনীতি। গেরুয়া শিবিরের দাবি, দেশের সনাতন ধর্মাবলম্বী ৮০ শতাংশ মানুষকে গণহত্যার উসকানি দিয়েছেন ডিএমকে নেতা। এমনকী আসরে নেমেছেন খোদ মোদি। দেশের হয়ে পদক জেতা কুস্তিগিরদের আন্দোলন, মণিপুরের গোষ্ঠী হিংসায় দেড়শো মানুষের মৃত্যুর পরেও মুখ না খুললেও সনাতন বিতর্কে সরব হয়েছেন তিনি। বলেছেন, এমন মন্তব্য করলে তার যথাযথ প্রতিক্রিয়া দিতে হবে। পালটা দিয়েছেন এমকে স্ট্যালিন। ছেলের পাশে দাঁড়িয়ে বলেছেন, প্রকৃত সত্য না জেনেই কথা বলছেন মোদি।