সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিপকের বাইশ গজে তিনি যে এভাবে জ্বলে উঠবেন, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কুকরা৷ ব্রিটিশ বোলারদের ত্রাস হয়ে ওঠা বিরাট কোহলির ২০০ রানটা তাও দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছিলেন৷ কিন্তু সোমবার যা হল, তাতে ইংল্যান্ডের মাথা যেন আরও খানিকটা নত হয়ে গেল৷
প্রথম টেস্ট সেঞ্চুরি৷ আর প্রথমেই ২০০ রান ছাপিয়ে গেলেন ভারতীয় ব্যাটসম্যান করুন নায়ার৷ মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে পাঁচদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল নায়ারের৷ কিংবদন্তি সুনীল গাভাসকরের থেকে প্রথম টেস্ট ক্যাপটি গ্রহণ করেছিলেন তিনি৷ সেদিন যেন তাঁর আশীর্বাদই মাথা পেতে নিয়েছিলেন৷ আর তাই কেরিয়ারের তৃতীয় টেস্টেই দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন ২৫ বছরের ব্যাটসম্যান৷ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে ডবল সেঞ্চুরি করলেন নায়ার৷ মাত্র তিনটি টেস্ট খেলেই এই মাইস্টোন ছুঁলেন তিনি৷ এর আগে চার ম্যাচ খেলে এই নজির গড়েছিলেন বিনোদ কাম্বলি৷ ঘরের মাঠে ঘরের ছেলের প্রথম দ্বিশতরানকে হাততালি দিয়ে সম্মান জানাল গোটা স্টেডিয়াম৷
প্রথম শ্রেণির ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন কর্নাটকের তরুণ৷ ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৫২.৬৮৷ ২০১৪-১৫ রঞ্জি মরশুমেও তাঁর ট্রিপল সেঞ্চুরির সৌজন্যেই কর্নাটক ট্রফি ঘরে রাখতে সফল হয়েছিল৷
The post সবচেয়ে কম টেস্ট খেলে দ্বিশতরানের নজির নায়ারের appeared first on Sangbad Pratidin.