shono
Advertisement

সত্যিই কি বিক্ষোভের তাগিদে জওয়ানদের দিকে ঢিল ছুড়েছিলেন এই কাশ্মীরি কন্যা?

আসল সত্যিটা কী? The post সত্যিই কি বিক্ষোভের তাগিদে জওয়ানদের দিকে ঢিল ছুড়েছিলেন এই কাশ্মীরি কন্যা? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:30 PM Apr 26, 2017Updated: 10:00 AM Apr 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্তি লেগেই রয়েছে কাশ্মীরে৷ কিন্তু সম্প্রতি তাতে নতুন ইন্ধন জোগাল কাশ্মীরি তরুণীদের ঢিল ছোড়ার ঘটনা৷ এতদিন কেবলমাত্র কাশ্মীরি যুবকদের সেনার দিকে ইঁট-পাটকেল ছুড়তে দেখা যেত৷ এদিনই প্রথম তরুণীদের সেই দলে যোগ দিতে দেখা যায়৷

Advertisement

[বাবরি কাণ্ডে অভিযুক্তরা কি পদত্যাগ করছেন, অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর]

কিন্তু সত্যিই কি সকলে প্রতিবাদের জন্যই ঢিল ছুড়েছিলেন সকলে? না, অন্তত আফসান আশিকি তো তা করেননি৷ ২১ বছরের আফসান কাশ্মীরের প্রথম মহিলা ফুটবল কোচ৷ নিজেও অসাধারণ ফুটবল খেলেন৷ একদিন ভারতের হয়ে খেলতে চান তিনি৷ তাহলে এই বিচ্ছিন্নতাবাদের উসকানিতে তিনি সামিল হলেন কেমন করে? ভুল বোঝাবুঝির সৌজন্যে৷ আফসানের কথায়, নিজের স্কুলের ছাত্রীদের নিয়ে অনুশীলনের জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি৷ তখনই গণ্ডগোলের মধ্যে পড়ে যান৷ যখন নিজের ছাত্রীদের শান্ত থাকার অনুরোধ জানাচ্ছিলেন তিনি, দুরে দাড়িয়ে থাকা জওয়ান ভুল বোঝেন তাঁদের৷ আফসানরাও বিক্ষোভে সামিল এই মনে করে একটি ১৬ বছরের মেয়ের গায়ে নাকি হাত তুলে বসেন তিনি৷ এরপরই আফসান ঢিল ছোড়েন৷

[প্রচারেই ডাকেনি কংগ্রেস, দিল্লি পুরসভা নির্বাচনের পর প্রতিক্রিয়া শীলার]

এদিকে আফসান যে সরকারি কলেজের ছাত্রী৷ সেখানকার অধ্যাপক শগুফতা ইয়াভাস জানান, এসপি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে কিছু ছাত্র কলেজ ক্যাম্পাসে ঢুকে আসে৷ তাঁরাই ছাত্রীদের ভুল বুঝিয়ে বিক্ষোভে শামিল হওয়ার প্ররোচিত করছিল৷ কয়েকজনকে ভাঙিয়েও নিয়ে যায়৷ এদিকে সেনার দাবি, তরুণীরা নির্বিচারে ইঁট-পাটকেল ছুড়ে যাচ্ছিল৷ তাঁরা হয়তো ভেবেছিল কেউ কিছু বলবে না৷ কিন্তু একটা সকলের সহ্যের সীমা থাকে৷

অবশ্য এই ‘জেহাদ’ নামক প্রতিবাদের সামিল হতে একেবারেই চান না আফসান৷ নিজের ছাত্রীদেরও সে কথা বুঝিয়েছেন তিনি৷ কারণ তিনি জানেন এই বিচ্ছিন্নতাবাদের রাস্তায় কোনও লাভ নেই, লাভ আছে প্রগতির রাস্তায়৷ খেলোয়াড় তিনি৷ আর তাঁর জীবনে এখন একটাই লক্ষ্য৷ ভারতের হয়ে ফুটবল খেলা৷

[আজই আদালতে তোলা হবে এআইএডিএমকে নেতা দিনাকরণকে]

The post সত্যিই কি বিক্ষোভের তাগিদে জওয়ানদের দিকে ঢিল ছুড়েছিলেন এই কাশ্মীরি কন্যা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement