সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্তি লেগেই রয়েছে কাশ্মীরে৷ কিন্তু সম্প্রতি তাতে নতুন ইন্ধন জোগাল কাশ্মীরি তরুণীদের ঢিল ছোড়ার ঘটনা৷ এতদিন কেবলমাত্র কাশ্মীরি যুবকদের সেনার দিকে ইঁট-পাটকেল ছুড়তে দেখা যেত৷ এদিনই প্রথম তরুণীদের সেই দলে যোগ দিতে দেখা যায়৷
[বাবরি কাণ্ডে অভিযুক্তরা কি পদত্যাগ করছেন, অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর]
কিন্তু সত্যিই কি সকলে প্রতিবাদের জন্যই ঢিল ছুড়েছিলেন সকলে? না, অন্তত আফসান আশিকি তো তা করেননি৷ ২১ বছরের আফসান কাশ্মীরের প্রথম মহিলা ফুটবল কোচ৷ নিজেও অসাধারণ ফুটবল খেলেন৷ একদিন ভারতের হয়ে খেলতে চান তিনি৷ তাহলে এই বিচ্ছিন্নতাবাদের উসকানিতে তিনি সামিল হলেন কেমন করে? ভুল বোঝাবুঝির সৌজন্যে৷ আফসানের কথায়, নিজের স্কুলের ছাত্রীদের নিয়ে অনুশীলনের জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি৷ তখনই গণ্ডগোলের মধ্যে পড়ে যান৷ যখন নিজের ছাত্রীদের শান্ত থাকার অনুরোধ জানাচ্ছিলেন তিনি, দুরে দাড়িয়ে থাকা জওয়ান ভুল বোঝেন তাঁদের৷ আফসানরাও বিক্ষোভে সামিল এই মনে করে একটি ১৬ বছরের মেয়ের গায়ে নাকি হাত তুলে বসেন তিনি৷ এরপরই আফসান ঢিল ছোড়েন৷
[প্রচারেই ডাকেনি কংগ্রেস, দিল্লি পুরসভা নির্বাচনের পর প্রতিক্রিয়া শীলার]
এদিকে আফসান যে সরকারি কলেজের ছাত্রী৷ সেখানকার অধ্যাপক শগুফতা ইয়াভাস জানান, এসপি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে কিছু ছাত্র কলেজ ক্যাম্পাসে ঢুকে আসে৷ তাঁরাই ছাত্রীদের ভুল বুঝিয়ে বিক্ষোভে শামিল হওয়ার প্ররোচিত করছিল৷ কয়েকজনকে ভাঙিয়েও নিয়ে যায়৷ এদিকে সেনার দাবি, তরুণীরা নির্বিচারে ইঁট-পাটকেল ছুড়ে যাচ্ছিল৷ তাঁরা হয়তো ভেবেছিল কেউ কিছু বলবে না৷ কিন্তু একটা সকলের সহ্যের সীমা থাকে৷
অবশ্য এই ‘জেহাদ’ নামক প্রতিবাদের সামিল হতে একেবারেই চান না আফসান৷ নিজের ছাত্রীদেরও সে কথা বুঝিয়েছেন তিনি৷ কারণ তিনি জানেন এই বিচ্ছিন্নতাবাদের রাস্তায় কোনও লাভ নেই, লাভ আছে প্রগতির রাস্তায়৷ খেলোয়াড় তিনি৷ আর তাঁর জীবনে এখন একটাই লক্ষ্য৷ ভারতের হয়ে ফুটবল খেলা৷
[আজই আদালতে তোলা হবে এআইএডিএমকে নেতা দিনাকরণকে]
The post সত্যিই কি বিক্ষোভের তাগিদে জওয়ানদের দিকে ঢিল ছুড়েছিলেন এই কাশ্মীরি কন্যা? appeared first on Sangbad Pratidin.