shono
Advertisement

প্রবাসে লটারি জিতে কোটিপতি ভারতীয় যুবক

এভাবেও ভাগ্য ফেরে?
Posted: 08:54 PM Mar 06, 2017Updated: 03:24 PM Mar 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যাকপট পেয়ে গিয়েছেন৷ খবরটা যখন শুনলেন, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না শ্রীরাজ কৃষ্ণণ৷ এক ফোনের সৌজন্যেই কোটিপতি হয়ে গিয়েছেন তিনি৷ আবু ধাবির বিগ টিকিট ড্র নামে লটারির খেলায় ৬০০০ দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১২,৭১,৭০,০০০ টাকা জিতে গিয়েছেন তিনি৷

Advertisement

ইন্ডাস্ট্রি এত খারাপ হলে ছেড়ে দেওয়া উচিত কঙ্গনার: করণ

জন্মসূত্রে কেরলের বাসিন্দা শ্রীরাজ৷ দীর্ঘ নয় বছর ধরে আবু ধাবিতে রয়েছেন৷ কাজ করেন শিপিং কোর্ডিনেটর হিসেবে৷ মাস গেলে যা মাইনে পান তা ভারতীয় অর্থমূল্যে লক্ষ টাকা৷ কিন্তু আবু ধাবির মতো শহরে এই আয়ও পর্যাপ্ত নয়৷ তাই ভাগ্য বদলানোর আশায় নিয়মিত লটারির টিকিট কাটতেন ৩৩ বছরের যুবক৷ কিন্তু কোনওদিন ভাগ্যের শিকে ছেঁড়েনি৷ সেই কারণেই বিগ টিকিট ড্র-এর লটারি কেনার সময় ভেবেছিলেন, এই শেষ আর লটারির পেছনে টাকা খরচ করবেন না৷ কিন্তু শেষ মুহূর্তে ভেলকি দেখিয়ে দিল ভাগ্য৷ সেই সৌজন্যেই আজ কোটিপতি প্রবাসী ভারতীয়৷

রানি পদ্মিনীর আয়না ভাঙল বনশালির উপর হামলাকারীরা

এত টাকা নিয়ে কী করবেন? এখনও পুরোটা ভেবে উঠতে পারেননি শ্রীরাজ৷ তবে সবার আগে নিজের বাড়ির লোনটি মিটিয়ে দিতে চান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement