শেখর চন্দ্র, আসানসোল: আত্মসমর্পণ করেই শর্তসাপেক্ষে জামিন পেলেন অনুপ মাঝি ওরফে লালা। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্ত হলেন অনুপ মাঝি(Anup Majhi) ওরফে লালা। তবে বেশ কিছু শর্ত পালন করতে হবে তাঁকে।
কয়লা পাচার কাণ্ডের(Coal Smuggling Case) মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা মঙ্গলবার সকালে আত্মসমর্পণ করেন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে। এদিন জামিনের আর্জি জানান তিনি। শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করলেন বিচারক। জানা গিয়েছে, ২১ মে এই মামলায় চার্জ গঠনের পর ট্রায়াল শুরু হবে। কয়লাকাণ্ডের মূল কিংপিন লালাকে তাতে অংশ গ্রহণ করতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে। পুরুলিয়া জেলার নিতুরিয়া থানা এলাকায় যেখানে তাঁর বাড়ি, সেই এলাকার ৫০ কিলোমিটারের বাইরে যেতে পারবেন না অনুপ মাঝি।
[আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত ১০০ মহিলার পাশে রাজ্যপাল, শ্লীলতাহানি বিতর্কের মাঝেই অর্থসাহায্যের ঘোষণা]
প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। লালার বাড়ি, অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাজি-সহ বেশ কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়। এদিকে সিবিআইয়ের পাশাপাশি কয়লা পাচার মামলার তদন্ত করছে ইডিও। কিন্তু সেই মামলায় রক্ষাকবচ নেই লালার। ফলত এবার ইডি নতুন করে কোনও পদক্ষেপ করে কি না, সেদিকেই নজর।