shono
Advertisement

ডিজিটাল হচ্ছে ইন্ডিয়া! মোবাইলে মগ্ন বাঁদরের দল, ভিডিও পোস্ট কেন্দ্রীয় আইনমন্ত্রীর

মাত্র তিরিশ সেকেন্ডের ভিডিও নিয়েই তোলপাড় নেটদুনিয়া।
Posted: 09:09 PM Jan 20, 2023Updated: 09:19 PM Jan 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতের মুঠোয় বিশ্ব। এই হচ্ছে মুঠোফোন অর্থাৎ স্মার্টফোনের কেরামতি। তার বলেই বলীয়ান গোটা একটা প্রজন্ম। মানুষ তো বটেই মুঠোফোনে মুগ্ধ বাঁদরও। আর সেই ভিডিও শেয়ার করেছেন খোদ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। ঠাট্টা করে আবার ক্যাপশনও দিয়েছেন তিনি।

Advertisement

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার টুইটারে ভিডিওটি শেয়ার করেন কিরেণ রিজিজু। ভিডিওয় অন্তত পাঁচটি বাঁদরকে দেখা যাচ্ছে। যার মধ্যে তিনই মোবাইলে আসক্ত।  কেউ এক মনে মোবাইলের দিকে চেয়ে রয়েছে। কেউ আবার দিব্যি স্ক্রল করছে। ছবি ছুঁয়েও দেখছে। ঠিক যেভাবে কোনও মানুষ দেখে, সেভাবেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তিনজন। চতুর্থজনও মাঝেমধ্যে উৎসাহ দেখাচ্ছে। তবে তিনমূর্তির কাছে খুব একটা পাত্তা সে পাচ্ছে না। 

[আরও পড়ুন: দুধে ভেজাল মেশানোর অভিযোগ, ৩২ বছর শুনানির পর ছ’মাসের কারাদণ্ডের সাজা  ]

ইতিমধ্যেই অনেকে ভিডিওটি দেখে ফেলেছেন। কিন্তু ভিডিওর থেকে বেশি মানুষের নজর কেড়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বিজেপি নেতার ঠাট্টার ছলে লেখা ক্যাপশন। কিরেণ লিখেছেন, “দেখুন ডিজিটাল ভারতের স্বাক্ষরতার হার কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে, অবিশ্বাস্য!”

ভিডিওটি ভারতে তোলা কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। তবে  রিজিজুর এমন মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে। কেউ হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়ে বিষয়টি উপভোগ করেছেন। কেউ আবার পালটা বিদ্রুপ করেছেন  প্রতিক্রিয়া দিতে গিয়ে।  “ঠিক যেন বিজেপির আইটি সেলের লোকজন কাজ করছে”, এমন মন্তব্য করা হয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রীর পোস্টে। একজন আবার লিখেছেন, “বাচ্চারা পড়তে পারছে না তাইতো এবার বাঁদররা পড়াশোনা করবে।” এমন নানা প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে পোস্টের কমেন্টবক্স। 

[আরও পড়ুন: স্রেফ রাইফেলের বাট দিয়ে ৩ সশস্ত্র ডাকাতকে নাস্তানাবুদ! ভাইরাল দুই বীরাঙ্গনা কনস্টেবলের ভিডিও   ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার