সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল হল সলমন খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জানে’র প্রিমিয়ার। যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়াকে শ্রদ্ধা জানাতেই প্রিমিয়ার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন সলমন। বৃহস্পতিবার যশরাজ স্টুডিওতেই এই ছবির প্রিমিয়ার হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে হাজির হতেন বলিউডের তাবড় তারকারা। তবে পামেলা চোপড়ার প্রয়াণের কারণে প্রিমিয়ার বন্ধ রাখা হল।
যশরাজ ফিল্মসের সঙ্গে বহুদিনের সম্পর্ক সলমন খানের। এই ব্যানারে বেশ কয়েকটা ছবিও করেছেন সলমন। সলমনের টাইগার ফ্র্যাঞ্চাইজি তৈরি যশরাজ ব্য়ানারেই। এ বছরই মুক্তি পাবে টাইগার থ্রি। এছাড়াও, চোপড়া পরিবারের সঙ্গে সলমন খানের সম্পর্কও বেশ ভাল। সলমন জানিয়েছেন, পামেলা আন্টিকে শ্রদ্ধা জানাতেই প্রিমিয়ার বন্ধ রাখার সিদ্ধান্ত।
[আরও পড়ুন: ভুয়ো ভিডিও বন্ধ হোক, বচ্চন পরিবারের করা মামলায় নিষিদ্ধ একডজন ইউটিউব চ্যানেল!]
পামেলা চোপড়া বলিউডের কিংবদন্তি প্রযোজক যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী তো বটেই, এইসঙ্গে ছিলেন সুগায়িকা। যশ প্রযোজিত একাধিক ছবিতে গান গেয়েছেন। যা মন ছুঁয়ে গিয়েছিল শ্রোতাদের। বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন সেই পামেলা চোপড়া (Pamela Chopra)। যশের মতোই একাধিক ছবির প্রযোজনারও দায়িত্ব সামলেছেন। পামেলার প্রয়াণে হিন্দি ছবির জগতে শোকের ছায়া নেমেছে।
বৃহস্পতিবার সকালে পামেলার প্রয়াণের কথা জানায় পরিবার।ইনস্টাগ্রামে ‘যশরাজ ফিল্মস’-এর শোকবার্তায় লেখা হয়, “গভীর বেদনার সঙ্গে চোপড়া পরিবারের তরফে জানানো হচ্ছে যে বৃহস্পতিবার ভোরে ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন পামেলা চোপড়া। আজ সকাল ১১টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে। আমরা আপনাদের প্রার্থনার জন্য কৃতজ্ঞ।….” বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন যশের স্ত্রী। গত ১৫ দিন ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পামেলার প্রয়াণে শোকস্তব্ধ পুত্র আদিত্য চোপড়া এবং পুত্রবধূ রানি মুখোপাধ্যায়।