shono
Advertisement

ঘুড়ির সুতোয় গলায় চোট বাইক আরোহীর, রক্তারক্তি কাণ্ড মা উড়ালপুলে

তপসিয়া থানায় অভিযোগ দায়ের৷ The post ঘুড়ির সুতোয় গলায় চোট বাইক আরোহীর, রক্তারক্তি কাণ্ড মা উড়ালপুলে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:34 PM Oct 25, 2018Updated: 03:34 PM Oct 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুড়ির সুতো গলায় জড়িয়ে রক্তারক্তি কাণ্ড ঘটল মা উড়ালপুলে৷ গুরুতর জখম সমর মজুমদার, হাওড়ার বালির বাসিন্দা৷ বেলুড়ের এক হাসপাতালে চিকিৎসার পর আপাতত বাড়ি ফিরে গিয়েছেন তিনি৷ এই ঘটনায় তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন জখম ব্যক্তি৷

Advertisement

[বেলেঘাটায় কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে গবেষকের শ্লীলতাহানি, প্রশ্নে নিরাপত্তা]

বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাইকে চড়ে মা উড়ালপুল থেকে পার্ক সার্কাসের দিকে আসছিলেন সমর মজুমদার৷ গাড়ির গতিবেগ ছিল ৪০-৫০ কিলোমিটার৷ আচমকাই তাঁর গলায় ঘুড়ির সুতো জড়িয়ে যায়৷ যন্ত্রণা শুরু হয়৷ ওই অবস্থাতেই ব্রিজ থেকে নেমে পার্ক সার্কাসের কাছে এসে বাইক থামিয়ে দেন সমরবাবু৷ কিন্তু ততক্ষণে গলা দিয়ে  রক্তপাত শুরু হয়ে গিয়েছে৷ রক্তের দাগ লেগে যায় পোশাকেও৷  সমর মজুমদারকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দা ও পখচলতি মানুষ৷ তাঁকে ইসলামিয়া হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়৷ পরে স্থানান্তরিত করা হয় হাওড়ার বেলুড়ে এক নার্সিংহোমে৷ কিছুটা সুস্থ হলে সমরবাবুকে বাড়িতে নিয়ে চলে যান পরিজনেরা৷  চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত রক্তক্ষরণ বন্ধ হয়ে গেলেও, ক্ষত অত্যন্ত গভীর৷ তাই আগামী কয়েকদিন বাইক না চালানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ মা উড়ালপুলে দুর্ঘটনার পর সমরবাবু নিজেও রীতিমতো আতঙ্কিত৷ তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি৷

[৫, ১০-এর কুপন বিলিয়ে অর্থ সংগ্রহের প্রস্তাব প্রদেশ কংগ্রেসের, তলব বঙ্গ নেতৃত্বকে]

এর আগে মা উড়ালপুলে ঠিক একইভাবে দুর্ঘটনা ঘটেছিল৷ সেবার ঘুড়ির সুতোর ফাঁসে জখম হন এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র৷ ঘটনাচক্রে তিনিও  হাওড়ারই বাসিন্দা ছিলেন৷ মা উড়ালপুলে বছর সাতেকের এক শিশুও ঘুড়ির সুতোয় জখম হয়৷ একের পর এক ঘটনার জেরে অতিরিক্ত মাঞ্জা দেওয়া সুতো বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন৷ তা সত্ত্বেও বাজারে এই সুতো কীভাবে মিলছে, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ 

The post ঘুড়ির সুতোয় গলায় চোট বাইক আরোহীর, রক্তারক্তি কাণ্ড মা উড়ালপুলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement