স্টাফ রিপোর্টার: কেকেআর তাঁকে নতুন জীবন দিয়েছে। রিঙ্কু সিংকে কাকপক্ষীও চিনত না যখন, চরম দারিদ্যের মধ্যে দিয়ে যখন তাঁকে জীবন কাটাতে হচ্ছে, সেই সময় রিঙ্কুকে খুঁজে এনেছিল কেকেআর। টিমে রেখেছিল। ভরসার পাদানি জুগিয়েছিল। মাত্র ৫৫ লক্ষ টাকায় রিঙ্কু সিংকে নিলাম থেকে পেয়ে গিয়েছিল কেকেআর। যা আজকের দিনে দাঁড়িয়ে স্রেফ অভাবনীয়। সেই রিঙ্কুর সঙ্গে সম্পর্ক সম্ভবত দীর্ঘায়িত করতে চলেছে নাইট শিবির।
গত বছর থেকে নিজের জাত চেনাতে শুরু করেন উত্তরপ্রদেশ ব্যাটার। যশ দয়ালকে পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকানোর পর জীবনটাই বদলে যায় তাঁর। ভারতীয় দলের সদরদরজাও খুলে যায় রিঙ্কুর সামনে আস্তে-আস্তে। এতদিন রিঙ্কুকে (Rinku Singh) স্থায়ী ঠিকানা দিয়েছিল কেকেআর। এবার খুব সম্ভবত প্রিয় ফ্র্যাঞ্চাইজিতে তাঁর মর্যাদা, গুরুত্ব আরও বাড়ছে। কারণ, আগামী নিলামের আগে কেকেআরের প্রথম ‘রিটেনশন’ খুব সম্ভবত হতে চলেছেন রিঙ্কু সিংই!
[আরও পড়ুন: ‘জাতীয় কর্তব্য’, জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের অনুশীলনে মাঠে হার্দিক]
আগামী বছর পূর্ণাঙ্গ নিলাম রয়েছে আইপিএলের। যা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে বসার কথা। আসলে অনেকগুলো বিষয় রয়েছে আলোচনার। ক’জন প্লেয়ারকে ‘রিটেন’ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। ক’টা ‘রাইট টু ম্যাচ’ কার্ড পাবে। ‘অকশন পার্স’ বাড়বে কি না, সব কিছু নিয়েই আলোচনা হবে। সে যা-ই হোক। ফ্র্যাঞ্চাইজিরা শেষ পর্যন্ত যত জন ক্রিকেটারকেই ‘রিটেইন’ করার সুযোগ পাক। যা শোনা যাচ্ছে, তাতে রিঙ্কু সিংয়ের নাকি ‘রিটেনশন’ তালিকায় সর্বপ্রথম নাম হিসেবে থাকা মোটামুটি পাকা। আইপিএল জয় সম্পন্ন করার পর রিঙ্কু এখন বিশ্বকাপের ভারতীয় দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যোগ দিচ্ছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রিজার্ভ টিমে রয়েছেন যিনি।
এদিকে, আইপিএল জয়ের উৎসব কেকেআর বাতিল করলেও রাজ্যে নির্বাচন পর্ব মিটলে শহরে আইপিএল ট্রফি নিয়ে আসার ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। শুধুই ট্রফি নিয়ে আসা হবে, নাকি কয়েক জন প্লেয়ারও আসবেন, তা এখনও নিশ্চিত নয়।