সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা অসুস্থ। তাই রাহমানুল্লাহ গুরবাজ কেকেআর (KKR) শিবির ছেড়ে ফিরে গিয়েছেন আফগানিস্তানে। খুব শীঘ্রই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন আফগান ক্রিকেটার।
সোশাল মিডিয়ায় গুরবাজ (Rahmanullah Gurbaz) জানিয়েছেন, তিনি কেকেআর শিবির ছেড়ে সাময়িক বিরতি নিয়েছেন। তবে আইপিএল থেকে পুরোদস্তুর সরে দাঁড়াননি এই আফগান ক্রিকেটার।
টুইটে গুরবাজ লিখেছেন, ''মায়ের অসুস্থতার জন্য সাময়িক বিরতি নিয়েছি। খুব শীঘ্রই কেকেআর পরিবারে যোগ দেব। আপনাদের বার্তা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আগের থেকে ভালো আছেন মা।''
[আরও পড়ুন: ‘ওরকম না করলেও চলত’, অতীতের আচরণ নিয়ে আক্ষেপ গম্ভীরের]
গুরবাজ ফিরছেন এই খবরে দারুণ খুশি নাইট শিবির। কেকেআর সোশাল মিডিয়ায় লিখেছে, এই খবর আমাদের দ্বিগুণ খুশি করেছে। ওয়েলকাম ব্যাক জান।
এদিকে শোনা যাচ্ছে, বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরে যেতে পারেন ফিল সল্ট। আবার আরেকটি সূত্র জানাচ্ছে, তাঁকে রেখে দেওয়া হবে। কী হবে, তা বলবে সময়। তবে সল্টকে পাওয়া না গেলে গুরবাজকে খেলাতেই হবে। কারণ সল্টের মতো গুরবাজও উইকেট কিপার-ব্যাটার। কী হবে, তা অবশ্য বলবে সময়।
নাইটদের পরবর্তী খেলা ১১ মে। ইডেন গার্ডেন্সে কলকাতার প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগে নাইটরা অনেকটাই সময় পেয়ে যাচ্ছে। এদিকে লখনউকে হারিয়ে কলকাতা ফেরার সময়ে বিমান বিভ্রাটের কবলে পড়ে কেকেআর শিবির। কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে না পারায় নাইটদের বিমান চলে যায় গুয়াহাটিতে। সেখান থেকে কলকাতা ফেরার কথা থাকলেও নাইটরা উড়ে যায় বারাণসীতে।
মঙ্গলবার দুপুরে কলকাতা ফেরেন নারিনরা। আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন ক্যারিবিয়ান তারকা। তাঁর সঙ্গে সল্টও ব্যাট হাতে ঝড় তুলছেন। এই দুই তারকা ক্রিকেটার দুর্দান্ত শুরু করায় গুরবাজ খেলার সুযোগ পাচ্ছেন না। তাঁকে ডাগ আউটে বসতে হচ্ছে। কিন্তু সল্টকে পাওয়া না গেলে গুরবাজকেই খেলাতে হবে নাইটদের।