shono
Advertisement
KL Rahul

অবসর নিচ্ছেন কে এল রাহুল! তারকা ক্রিকেটারের পোস্টে তুঙ্গে জল্পনা

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন রাহুল।
Published By: Anwesha AdhikaryPosted: 01:27 PM Aug 23, 2024Updated: 02:21 PM Aug 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসর নিচ্ছেন কে এল রাহুল! তারকা ক্রিকেটারের ইনস্টগ্রাম পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুল লেখেন, খুব তাড়াতাড়িই গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। তার পর থেকেই নেটদুনিয়ায় তোলপাড়, এবার কি তাহলে অবসর নেবেন তারকা ব্যাটার? রাহুলের এই ইনস্টাগ্রাম স্টোরির পরেই নেটদুনিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে অবসর ঘোষণা করে বিবৃতি দিয়েছেন কর্ণাটকি ব্যাটার।

Advertisement

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন রাহুল। তবে চলতি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় দলে ফেরেন তিনি। যদিও সেই সিরিজে মোটেই ভাল পারফর্ম করতে পারেননি। দুটি ম্যাচের একটিতে ৩১ রান করলেও পরের ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান। তবে দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে রাহুলকে। আসন্ন বাংলাদেশ সিরিজের দলে থাকতে পারেন তিনি।

[আরও পড়ুন: জামশেদপুরে ডুরান্ডের শেষ আটে নামছে মোহনবাগান, পাসিং ফুটবলে পাঞ্জাব বধের ছক মোলিনার

এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাহুল নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। স্টোরিতে লেখেন,"আমি একটা ঘোষণা করতে চলেছি। সকলে নজর রাখুন।" তার পরেই আলোআঁধারিতে দাঁড়িয়ে নিজের একটি ছবিও পোস্ট করেছেন। দেখে মনে হচ্ছে, মাইক হাতে দাঁড়িয়ে আছেন তারকা ক্রিকেটার।

তার পর থেকেই জল্পনা ছড়ায়, তাহলে কি অবসর নিতে চলেছেন রাহুল? নেটদুনিয়ায় চর্চার মধ্যেই একটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে রাহুলের বিদায়ী বার্তা। ওই স্ক্রিনশটও ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। সেখানে লেখা, অনেক ভেবেচিন্তে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রাহুল। নতুন জীবন শুরু করতে মুখিয়ে রয়েছেন তিনি, তবে ক্রিকেট খেলার স্মৃতি সারাজীবন মনে রাখবেন।

তবে ক্রিকেটপ্রেমীদের একাংশের দাবি, রাহুল মোটেই অবসর নিচ্ছেন না। তিনি হয়তো কোনও বিজ্ঞাপনী ঘোষণার কথা বলেছেন। অথবা ক্রিকেটের পাশাপাশি অন্য কোনও ভূমিকায় নতুন ইনিংস শুরু করতে চলেছেন। আবার কারো মতে, রাহুল বাবা হতে চলেছেন, সেই ঘোষণাও করতে পারেন। যদিও সূত্রের খবর, আন্তর্জাতিক টি-২০ থেকে হয়তো অবসর নেবেন তারকা ক্রিকেটার।

[আরও পড়ুন: আনোয়ার নিয়ে সব পক্ষের বক্তব্য শুনল প্লেয়ার্স স্টেটাস কমিটি, তবে সিদ্ধান্ত ঝুলেই

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তবে চলতি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় দলে ফেরেন তিনি। যদিও সেই সিরিজে মোটেই ভাল পারফর্ম করতে পারেননি।
  • নেটদুনিয়ায় চর্চার মধ্যেই একটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে রাহুলের বিদায়ী বার্তা। ওই স্ক্রিনশটও ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়।
  • ক্রিকেটপ্রেমীদের একাংশের দাবি, রাহুল মোটেই অবসর নিচ্ছেন না। তিনি হয়তো কোনও বিজ্ঞাপনী ঘোষণার কথা বলেছেন।
Advertisement