সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার থেকে বন্ধ থাকার পর, সোমবার সকাল ৮টায় খোলার কথা চিংড়িহাটা উড়ালপুল৷ এই পরিকল্পনা নিয়েছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা৷ কিন্তু সম্ভবত তেমনটা হচ্ছে না৷ সূত্রের খবর, পূর্ব নির্ধারিত সময়ে নাও খুলতে পারে চিংড়িহাটা উড়ালপুল৷ ইতিমধ্যে এই মর্মে কলকাতা পুলিশকে চিঠিও দিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট অথরিটি(কেএমডিএ)৷ ফলে আশঙ্কা করা হচ্ছে, সপ্তাহের শুরুতেই যানজটের শিকার হবে শহরবাসী৷
[ আরও পড়ুন: চোখের সামনে ভেঙে পড়েছে বাড়ি, ‘জাপানি আতঙ্ক’ বউবাজারেও ]
চিঠিতে কেএমডিএক কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার কাজ সম্পূর্ণ রূপে সম্পন্ন হয়নি৷ তা করতে আরও কিছুটা সময় লাগবে৷ ফলে সোমবার সকাল আটটায় কোনওমতেই খোলা সম্ভবপর নয় চিংড়িহাটা উড়ালপুল৷ এর যান চলাচল সাধারণ হতে সকাল সাড়ে এগারোটা বেজে যাবে৷ অর্থাৎ, তার আগে উড়ালপুল খোলা সম্ভবপর নয় কেএমডিএর-র পক্ষে৷ ফলে সোমবার অতিরিক্ত সময় বন্ধ থাকবে শহরের ব্যস্ততম এই উড়ালপুল৷ এবং সেই কারণে চিংড়িঘাটা, ই এম বাইপাস কানেক্টর, বেলেঘাটা বিল্ডিং মোড় এলাকায় প্রবল যানজটের আশঙ্কা করছেন কলকাতা পুলিশের আধিকারিকরাই৷
স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার রাত থেকেই চিংড়িহাটা উড়ালপুল। এরপর শনিবার সকাল থেকে যানজটে প্রায় অবরুদ্ধ ছিল ই এম বাইপাস। তীব্র যানজট তৈরি হয় মা উড়ালপুলে। পরিস্থিতি সামাল দিতে গাড়িগুলিকে বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে ডান দিকে সল্টলেকের ব্রডওয়ে দিয়ে ঘুরিয়ে দেন ট্রাফিক সার্জেন্টরা৷ এমনকী, একাধিক বার পার্ক সার্কাস সাত মাথার মোড় থেকে মা উড়ালপুলের বাইপাসমুখী রাস্তা বন্ধ করে দিতে হয় পুলিশকে।
[ আরও পড়ুন: সংঘশ্রীর বদলে ফ্রেন্ডস ইউনিয়ন, উদ্বোধনে অমিতেই ভরসা কলকাতার পুজো কমিটির ]
অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হতে পারে বিজন সেতুও। সূত্রের খবর, আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সেতুটি বন্ধ রাখতে চাইছেন কেএমডিএ আধিকারিকরা৷ এই বিষয়ে ইতিমধ্যে কলকাতা পুলিশের সঙ্গে কথাও বলেছেন তাঁরা৷ পুলিশের আশঙ্কা, দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ ওই সেতু বন্ধ হলে পুজোর আগে প্রবল যানজট তৈরি হতে পারে কসবা, গড়িয়াহাট, ঢাকুরিয়া, বালিগঞ্জ-সহ বিস্তৃর্ণ এলাকায়৷
The post কেএমডিএ-র কাজে দেরি, সোমবার নির্দিষ্ট সময়ে খুলছে না চিংড়িহাটা উড়ালপুল appeared first on Sangbad Pratidin.