shono
Advertisement

‘বাল ভবিষ্য যোজনা’, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বেছে নিন এই ইনভেস্টমেন্ট প্ল্যান

জেনে নিন কয়েকটি জরুরি বিষয়।
Posted: 07:29 PM Dec 03, 2021Updated: 07:56 PM Dec 03, 2021

শিশুদের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান খুব বেশি নেই। তবে তারই মধ্যে আমরা বেছে নিয়েছি ‘বাল ভবিষ্য যোজনা’ নামক প্রোডাক্টটি, যা আদিত্য বিড়লা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালনা করে। সংক্ষেপে দেখে নেওয়া যাক এই প্ল্যানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি:
১. ওপেন এন্ড ফান্ড-অর্থাৎ সপ্তাহে পাঁচটি ওয়ার্কিং ডে’র যে কোনওদিন কিনতে (এবং শর্তসাপেক্ষে বিক্রি করতে) পারবেন।
২. পাঁচ বছরের লক-ইন-এই সময়টুকুর জন্য টাকা বের করে নিতে পারবেন না।
৩. তবে যদি শিশু তার আগেই ১৮ বছর বয়সি হয়ে যায়, বেরিয়ে আসা সম্ভব।
৪. ফান্ডের পোর্টফোলিওতে ইকুইটি বেশি থাকে, স্বল্প পরিমাণে ডেট এবং মানি মার্কেট সিকিউরিটিজ রাখা হয়।
৫. ফান্ড ম্যানেজারের উদ্দেশ্য লং টার্ম গ্রোথ, মানে সম্পদ বাড়িয়ে তোলা।
৬. S&P BSE 200 সূচকের প্রেক্ষিতে এই ফান্ডের রিটার্ন যাচাই করা হয়।
৭. শেষ তিন বছরের রিটার্ন যদি দেখেন, তাহলে ফান্ডটি প্রায় ১৫ শতাংশ বিনিয়োগকারীদের দিতে পেরেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’, ইনসিওরেন্সের বাজারে উজ্জ্বল ভবিষ্যতের পথ]

মনে রাখা দরকার, এই ধরনের ফান্ডে নিয়মিত সেভিংস করে লম্বা মেয়াদের জন্য বড় টাকা জমানো অসম্ভব নয়। প্রতি মাসে বা কোয়ার্টারে নির্দিষ্ট অঙ্কের টাকা এখানে SIP-র মাধ্যমে রাখা যেতেই পারে। তবে আরও পাঁচটা স্কিমের মতো এক্ষেত্রেও কিছু প্রতিশ্রুত নয়। এবং এ ধরনের মার্কেট-নির্ভর প্রকল্পে কোনওরকম রিটার্নের গ্যারান্টি দেওয়া হয় না।

বাবা-মা এমন ফান্ডে বাচ্চার জন্য যদি টাকা জমানোর সিদ্ধান্ত নেন, তাহলে কয়েকটি জরুরি বিষয় জেনে নেওয়া ভাল-
#SIP-র ক্ষেত্রে বছরে অন্তত ৫-১০ শতাংশ মাসিক জমার অঙ্কটি বাড়িয়ে দিতে পারলে সুবিধা হয়।
#প্রফিট বুকিং সুযোগ বুঝে করতেই পারেন। তবে তা বাচ্চার পড়াশোনার স্তরগুলির সঙ্গে সাযুজ্য রেখে করাই শ্রেয়।
#নিয়মিত পারফরম্যান্সের দিকে নজর রাখুন, তবে খুব কড়া ধরনের ‘অ্যাক্টিভিজম’ না করাই উচিত। দীর্ঘ দিনের কথা ভাবুন, দ্রুত রিটার্নের জন্য লালায়িত হবেন না।
#অন্যান্য ইকু্যইটি-নির্ভর প্ল্যানে যা ঝঁুকি থাকে, এখানেও সেগুলি থাকবে। অবস্থার পরিবর্তনে ন্যাভ কমে যেতেই পারে, অন্তত সাময়িকভাবে। তাতে অযথা চিন্তিত হবেন না।

তথ্য সংকলনে
‘টিম সঞ্চয়’

[আরও পড়ুন: স্বল্প ঝুঁকিতে অধিক রিটার্ন, বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ডে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement