সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে উত্থান-পতন থাকলেও সার্বিকভাবে ২০২৪ সালে যথেষ্ট লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। রিপোর্ট বলছে, এই বছর সেনসেক্স বৃদ্ধি পেয়েছে ১২০০০ পয়েন্ট পাশাপাশি নিফটি বেড়েছে ৩৭০০ পয়েন্ট। প্রত্যাশার চেয়েও অনেক বেশি লাভ দিয়েছে এমন স্টকের তালিকাও নেহাত কম নয়। চলতি বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আগামীর প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিনিয়োগকারীরা। ২০২৫ সালে বিনিয়োগকারীদের পকেট ভরাতে পারে এমন সম্ভাব্য স্টকের তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে একাধিক ব্রোকারেজ সংস্থা। একনজরে দেখা নেওয়া যাক সেই তালিকা।
ব্রোকারেজ সংস্থা জেএম ফিনান্সিয়াল ২০২৫ সালে ব্যাপক বৃদ্ধি পেতে পারে এমন ১১টি স্টকের তালিকা প্রকাশ করেছে। যেগুলি আগামী বছর ৯ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত লাভ দিতে পারে।
১. 'ভেল' (BHEL): বর্তমানে শেয়ারটির বাজারমূল্য ২৫৩ টাকা। আগামী বছর এই শেয়ারের সর্বোচ্চ মূল্য ৩৭১ টাকা পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বিনিয়োগকারীরা ৪৯ শতাংশ লাভ পেতে পারেন এখানে বিনিয়োগ করলে।
২. মেট্রোপলিস: বিশেষজ্ঞদের দাবি আগামী বছর শেয়ারটির সর্বোচ্চ মূল্য হতে পারে ২৫০০ টাকা। অর্থাৎ ১৪.৩ শতাংশ লাভ দিতে পারে স্টকটি।
৩. স্যায়েন্ট ডিএলএম (Cyient DLM): সর্বোচ্চ মূল্য হতে পারে ৯৬০ টাকা। অর্থাৎ ৪৫ শতাংশ লাভ দিতে পারে স্টকটি।
৪. হারভেলস (Havells): এই স্টকের সর্বোচ্চ দাম ২০৩১ টাকা হতে পারে। শতাংশের হিসেবে লাভ হতে পারে ১৮.৪ শতাংশ।
৫. জি এন্টারটেনমেন্ট (Zee Entertainment): বিনোদন দুনিয়ার এই স্টক ২০২৪ সালেও যথেষ্ট লাভের মুখ দেখিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, ২০২৫ সালে ২০০ টাকা ছুঁয়ে ফেলতে পারে শেয়ারটির দাম। অর্থাৎ ৪১ শতাংশ লাভ পাবেন বিনিয়োগকারীরা।
৬. কেপিআইটি টেক (KPIT Tech): বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাতে পারে এই মিড ক্যাপ শেয়ারটিও। আগামী বছর শেয়ারের দাম পৌঁছতে পারে ২০৪০ টাকা। অর্থাৎ ৩৩.১ শতাংশ লাভ পাবেন বিনিয়োগকারীরা।
৭. আলুওয়ালি কনট্রাক্টস (Ahluwalia Contracts): এই শেয়ারে বিনিয়োগ করলে আগামী বছর ৩৩.১ শতাংশ লাভ হতে পারেন বলে মনে করা হচ্ছে। শেয়ারের সর্বোচ্চ দাম উঠতে পারে ১৩১৫ টাকা।
৮. সম্বর্ধনা মাদারসন (Samvardhana Motherson): এই স্টকের সর্বোচ্চ দাম ২১০ টাকা হতে পারে। শতাংশের হিসেবে লাভ হতে পারে ২৫.৭ শতাংশ।
৯. মারুতি সুজুকি (Maruti Suzuki ): শেয়ারটির টার্গেট প্রাইস ধরা হয়েছে ১৫২৫০ টাকা। অর্থাৎ ৩৫ শতাংশ লাভের সম্ভাবনা।
১০. নিপ্পন এএমসি (Nippon AMC): সর্বোচ্চ মূল্য হতে পারে ৮০০ টাকা। অর্থাৎ ৯ শতাংশ লাভ দিতে পারে স্টকটি।
১১. অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank): বর্তমানে শেয়ারটির দাম ১১৪৭ টাকা। আগামী বছর এই শেয়ারের সর্বোচ্চ মূল্য ১৪২৫ টাকা পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বিনিয়োগকারীরা ২২.৫ শতাংশ লাভ পেতে পারেন এখানে বিনিয়োগ করলে।
উল্লেখ্য, শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। অনুগ্রহ করে কোথাও বিনিয়োগের আগে সব তথ্য যাচাই করুন বা বিশেষজ্ঞদের পরামর্শ নিন।