সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের শীর্ষ রাজনৈতিক নেতা বা কোনও ভিআইপি যখন ভাষণ দেন, তাঁদের নিরাপত্তারক্ষীদের কখনও সানগ্লাস ছাড়া দেখেছেন? অভিনেতা শাহরুখ খান হোন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সানগ্লাস ছাড়া দেখাই যায় না প্রকাশ্যে৷ জানেন কি, কেন ভিআইপিদের বডিগার্ডরা সবসময় সানগ্লাস পরে থাকেন?
সানগ্লাস পরে থাকলে যে শুধু নিরাপত্তারক্ষীদের বডি ল্যাঙ্গুয়েজে যে একটা ভারিক্কি ভাব আসে তাই নয়, এর পিছনে রয়েছে কয়েকটি বিজ্ঞানসম্মত কারণও৷ প্রথমত, রোদচশমার আড়ালে তাঁরা নিজেদের অভিব্যক্তি লুকিয়ে রাখতে পারেন৷ কোনও সন্দেহভাজনের প্রতি নজর রাখতেও সুবিধা হয়৷ কারণ, সন্দেহভাজন বুঝতেও পারেনা যে তার দিকেই নজর রয়েছে নিরাপত্তারক্ষীদের৷ চড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় বলে, চোখকে বাঁচাতে তাঁরা সানগ্লাস পরেন৷
[কীভাবে লড়তে হবে জঙ্গলে, ভিয়েতনামের সেনাকে শেখাচ্ছেন ভারতীয় জওয়ানরা]
দ্বিতীয়ত, ধুলো-বালির হাত থেকে নিরাপত্তারক্ষীদের চোখকে রক্ষা করে সানগ্লাস৷ কারণ, চোখে কিছু ঢুকলে তাঁদের মনঃসংযোগ নষ্ট হবে৷ কিন্তু ভিআইপিদের সুরক্ষায় এক মুহূর্তের জন্যও মনঃসংযোগে ঘাটতি চলবে না৷ তাই বডিগার্ডদের স্টাইল স্টেটমেন্ট মনে হলেও আদতে এই সানগ্লাস পরে থাকার পিছনে রয়েছে এইসব সুনির্দিষ্ট কারণ৷
তবে এর মধ্যে সবচেয়ে জরুরি কারণটি কিন্তু এখনও বলা হয়নি৷ বডিগার্ডরা যে কোনও খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকেন৷ ঘটনাস্থলে বোমা বিস্ফোরণ হলে বোমার স্প্লিন্টার যাতে চোখে আঘাত না করতে পারে, তাই সানগ্লাস পরে থাকেন তাঁরা৷ গোলাগুলি চললে সেই ধোঁয়া চোখে ঢুকে যাতে মুহূর্তের জন্যও কাবু না করতে পারে, তাই চোখে সানগ্লাস পরে থাকতে হয় তাঁদের৷ জরুরি পরিস্থিতিতে কাঁদানে গ্যাস ছোড়া হলেও যাতে ধোঁয়ার মধ্যে থেকে যাঁকে রক্ষা করার দায়িত্ব তাঁর উপর রয়েছে, সেই ব্যক্তিকে সুরক্ষিতভাবে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায়৷ আর আপনি এতদিন ভাবতেন, নেহাত স্টাইল স্টেটমেন্ট বাড়াতে বডিগার্ডরা সানগ্লাস পরেন?