সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো আসতে আর মাত্র একটা মাস। ইতিমধ্যেই শহরের জনপ্রিয় ক্লাবেরা শুরু করে দিয়েছে মণ্ডপ তৈরির প্রস্তুতি। অন্যদিকে, টলিপাড়ার জট কাটতেই স্টুডিওপাড়ায় সাজ সাজ রব। আর হবে নাই বা কেন, বুধবার সকাল সকাল দুর্গারূপে হাজির ছিলেন কোয়েল। তাঁর মহামায়া রূপ দেখেই হইচই টলিপাড়ায়। কপালে ত্রিনয়ন, হাতে ত্রিশূল। ফের টেলিপর্দার দুর্গা হয়ে নজর কাড়লেন কোয়েল। শুটিং চলল দিনভর। স্টার জলসার জন্যই দেবী রূপে ধরা দেবেন, টলিউডের 'মিতিন মাসি'।
ইতিমধ্যেই স্টার জলসার মহিসাসুর মর্দিনীর জন্য শ্যুট করে ফেলেছেন কোয়েল। অরিন্দম শীল পরিচালিত মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'একটি খুনির সন্ধানে মিতিন মাসি' মুক্তি পাবে পুজোতেই। এবার পুজোতে টেলিপর্দা ও বড়পর্দা মিলিয়ে বড় চমক দিতে চলেছেন কোয়েল তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: কুষ্ঠ হয়েছিল কিশোরী ডিম্পল কাপাডিয়ার, সেই সূত্রেই সুযোগ মেলে ‘ববি’তে!]
তবে এই প্রথম নয়, এর আগেও দুর্গা রূপে দেখা গিয়েছে কোয়েলকে। ২০১৫-য় জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’তে কোয়েলের ‘মা দুর্গা’ রূপ প্রশংসিত হয়েছিল। এরপর ২০১৭ সালে স্টার জলসার মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘দুর্গা দুর্গতিনাশিনী’তেও দুর্গা সেজেছিলেন কোয়েল। ২০১৮ এবং ২০১৯, ২০২১ সালেও মহালয়াতে দুর্গা রূপে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। গত বছরও স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে দুর্গা ছিলেন কোয়েল। এবারটিও তাই।
অন্যদিকে, এই বছর জি বাংলার মহালয়া স্পেশ্যাল অনুষ্ঠানের নাম ‘নবরূপে দেবী দুর্গা’। যেখানে শুভশ্রীকে দেখা যাবে দুর্গার সাজে। ২০২১, ২০২২ সালের পর ২০২৪-এ ফের একবার দেবী অবতারে টলিউডের 'বাবলি'কে।
[আরও পড়ুন: এবার সিরিজে মহালয়া, দুর্গারূপে রাজনন্দিনী]