সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরভোটের জন্য প্রার্থীতালিকা প্রকাশের আগেই জানা গিয়েছিল, যুব ও মহিলাদের প্রাধান্য দেবে তৃণমূল। শুক্রবার তালিকা সামনে আসার পর তা স্পষ্ট হয়ে গেল। ১৪৪ টি ওয়ার্ডে ৮৭ জন পুরনো প্রার্থী। নতুন মুখ ৪২ জন। বাদ পড়েছেন ৩৯। এর মধ্যে ৫৫ শতাংশ পুরুষ প্রার্থী, বাকি ৪৫% মহিলা। তালিকায় একাধিক চমক রয়েছে। ঘাসফুল শিবিরের একাধিক নেতা-মন্ত্রীর পরবর্তী প্রজন্মকে এবার পুর-লড়াইয়ের ময়দানে দেখা যাবে। তবে সবচেয়ে বড় চমক দিতে চলেছে যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ড।
মহিলাদের জন্য সংরক্ষিত ৯৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে বামনেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর (Kshiti Goswami) মেয়ে বসুন্ধরা গোস্বামী (Basundhara Goswami)। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোটে তৃণমূলের টিকিটে লড়বেন তিনি। বসুন্ধরা খাতায়-কলমে তৃণমূলের কর্মী। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে দলবদল করেছিলেন তিনি। মাস কয়েক আগে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় লিখে শিরোনামে উঠে এসেছিলেন। স্বাধীনতা পূর্ব থেকে আধুনিক যুগে সমাজ গঠনে নারীদের ভূমিকা নিয়ে লিখতে গিয়ে দলের কোপে পড়েছিলেন আরেক বাম শীর্ষ নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস। তাঁর পাশে দাঁড়িয়ে বামেদের ভূমিকার সমালোচনা করেছিলেন বসুন্ধরা। এমনকী সম্প্রতি ত্রিপুরার জমি শক্ত করতে শিক্ষামন্ত্রী ব্রাত বসু পাশে নিয়েছিলেন বসুন্ধরাকেই। পেশায় মনোবিদ ক্ষিতিকন্যাই এবার পুরভোটের লড়াইয়ে।
[আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: ‘তৃণমূলের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট’, প্রার্থীতালিকায় নাম না থাকায় বাবুলকে খোঁচা অনুপমের]
বসুন্ধরার পাশাপাশি প্রার্থীতালিকায় হেভিওয়েট তৃণমূল (TMC) নেতাদের পরিজনদের নামও নজর কেড়েছে। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায় লড়বেন এবারের পুরভোটে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ওয়ার্ড সংরক্ষণের জন্যই এবার টিকিট পাননি বেশ কয়েকজন তৃণমূল নেতা। সেই কারণেই তাঁদের পরিবর্তে উঠে এসেছে পরিজনদের নাম। তাছাড়া ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রেও একঝাঁক নতুন সদস্যকে প্রার্থী করার দিকে ঝুঁকেছে তৃণমূল।
যেমন শান্তনু সেন টিকিট না পেলেও তাঁর স্ত্রী কাকলি সেনকে প্রার্থী করা হয়েছে। আবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু, মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা, স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহাকে পুর-প্রার্থী হিসেবে বেছে নিয়েছে তৃণমূল। তারক সিংয়ের ছেলে এবং মেয়েও রয়েছেন তালিকায় (TMC Candidate List)। তবে রাজনীতির ময়দানে তাঁরা নতুন নন। সদ্য প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কেও প্রার্থী করা হয়েছে। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে আবার প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তবে প্রার্থীতালিকা দেখে ‘পরিবারতন্ত্রে’র খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা।