Advertisement
Kolkata Durga Puja 2023: 'জাগো দশপ্রহরণধারিণী...', ঐতিহ্যের বাগবাজারে মায়ের চক্ষুদান
বনেদিয়ানার টান বাঙালিকে প্রতি বছরই টেনে নিয়ে আসে এই পুজোপ্রাঙ্গণে।
বাংলার দুর্গাপুজোয় বনেদিয়ানা আর বাগবাজার সার্বজনীন যেন সমার্থক। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায় ও অরিঞ্জয় বোস।
হাজারও থিমের ভিড়ে সাবেকিয়ানা আর আভিজাত্যে বাগবাজারের মাতৃপ্রতিমা চিরকালই ব্যতিক্রমী। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায় ও অরিঞ্জয় বোস।
বাগবাজারের মাতৃপ্রতিমাকে সাজিয়ে তোলার কাজে প্রায় তিন পুরুষ ধরে যুক্ত কৃষ্ণনগর মাঝের পাড়ার কর পরিবার। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায় ও অরিঞ্জয় বোস।
সাবেকি স্টাইল, চালচিত্র, ডাকের সাজ, বড় বড় চোখই যেন মাতৃপ্রতিমার বিশেষত্ব। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায় ও অরিঞ্জয় বোস।
Published By: Sayani SenPosted: 10:22 AM Oct 14, 2023Updated: 12:32 PM Oct 14, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ