shono
Advertisement

গভীর নিম্নচাপের জেরে শহরে তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস৷ The post গভীর নিম্নচাপের জেরে শহরে তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.
Posted: 01:49 PM Aug 05, 2018Updated: 12:04 PM Aug 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে চলছে অতিভারী বৃষ্টিপাত৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম ও নদিয়া জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

[হিন্দু হস্টেলের দাবিতে উত্তপ্ত প্রেসিডেন্সি, অবস্থান বিক্ষোভে পড়ুয়ারা]

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উপর বিশাল এলাকাজুড়ে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে৷ সঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত৷ ফলে, তৈরি হয়েছে নিম্নচাপ৷ বৃষ্টি নামানোর বিবিধ প্রাকৃতিক অনুষঙ্গ বিরামহীনভাবে একের পর এক গজিয়ে উঠছে বঙ্গোপসাগরে।

[প্রতাপচন্দ্র হোমিওপ্যাথি কলেজে অচলাবস্থা, বহু ডাক্তারের ডিগ্রি নিয়ে অনিশ্চয়তা]

আজ, রবিবার সকাল থেকে অতি ভারী বৃষ্টির জেরে জল থইথই শহর কলকাতা৷ জল জমেছে শহর কলকাতার বিভিন্ন অংশে৷ চলছে, জল নিকাশির কাজ৷ রাস্তায় জল জমে যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে৷ রবিবার ছুটির দিন হলেও নাকাল হয়েছেন পথচলতি বহু সাধারণ মানুষ৷ সোমবার পর্যন্ত এই একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷

[ব্রিগেডে পিছলো মোদির সভা, বাংলায় রথযাত্রায় বিজেপির সব মুখ্যমন্ত্রীরা]

জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর নদিয়া এবং মুর্শিদাবাদে। উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

[সন্তান চাই না, শ্বশুরবাড়ি গিয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে খুন করল স্বামী!]

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশের উপর রয়েছে নিম্নচাপ। আবার বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি পাটনা-দুমকা-শ্রীনিকেতন হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা৷ ফলে জলীয় বাষ্পের জোগান থাকছে অহরহ৷ যার জেরে গত মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি৷ আগামী সোমবার পর্যন্ত চলবে চলবে বর্ষার দুর্যোগ৷

[বঙ্গে বিজেপির রথযাত্রার সূচনায় অমিত, এনআরসি ইস্যুতে পালটা কর্মসূচি বিজেপির]

The post গভীর নিম্নচাপের জেরে শহরে তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement