shono
Advertisement

কলকাতা পুরসভার অধীনে মোটা বেতনে চাকরির সুযোগ, জেনে নিন ইন্টারভিউর দিনক্ষণ

কারা যোগ দিতে পারবেন ইন্টারভিউতে?
Posted: 04:30 PM Jun 25, 2021Updated: 04:30 PM Jun 25, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কালে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) অধীনস্থ শ্মশান অথবা সমাধিস্থলে সাব রেজিস্ট্রার নিয়োগ। ইন্টারভিউর মাধ্যমে আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। জেনে নিন ইন্টারভিউতে যোগ দেওয়ার শর্ত।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:
হোমিওপ্যাথিতে ডিগ্রি/ ডিপ্লোমা কোর্স থাকলে ইন্টারভিউতে (Interview) যোগ দিতে পারেন।

বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ৪৫ বছরের বেশি বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন না।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: আপনি অষ্টম শ্রেণি পাশ? চাকরি পেতে পারেন ব্যাংক অফ ইন্ডিয়ায়, জানুন খুঁটিনাটি]

কবে নেওয়া হবে ইন্টারভিউ?
আগামী ৩০ জুন ইন্টারভিউ নেওয়া হবে।

কোথায় নেওয়া হবে ইন্টারভিউ?
স্বাস্থ্য বিভাগ, কক্ষ: ১৫২, প্রথম তল, ৫ এসএন ব্যানার্জী রোড, কলকাতা: ৭০০১৩

ইন্টারভিউর সময় সঙ্গে থাকতে হবে:
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
বয়সের প্রমাণপত্র
অভিজ্ঞতা সংক্রান্ত প্রমাণপত্র 

এছাড়া এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য https://www.kmcgov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: রাজ্যের কোভিড হাসপাতালে ইন্টারভিউর মাধ্যমে নার্স নিয়োগ, জেনে নিন শর্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement