অভিরূপ দাস: পূর্ব ভারতের প্রথম পুরসভা হিসেবে বাজারে নিজেদের বন্ড আনতে চলেছে কলকাতা পুরসভা। বন্ডের নির্দিষ্ট মেয়াদ থাকে। কলকাতা পুরসভার বন্ডেরও তাই থাকবে। সূত্রের খবর ৫, ৭ এবং ১০ বছর মেয়াদের বন্ড বাজারে আনছে কলকাতা পুরসভা। নির্দিষ্ট সময় বাদে সুদ-আসল হাতে পাবেন বন্ড ক্রেতা।
পুরসভা সূত্রে খবর, ২০২৩-এর নভেম্বর মাসে বাজারে আসতে চলেছে কলকাতা পুরসভার বন্ড। তিন ধাপে এই বন্ড বাজারে ছাড়া হবে। লক্ষ্য একটাই। পুরসভার আধিকারিক জানিয়েছেন, প্রতি ধাপে বন্ড বিক্রি করে বাজার থেকে মোট ১ হাজার ৫০ কোটি টাকা তুলতে চায় কলকাতা পুরসভা। পুরসভার শেষ বাজেটে দেখা গিয়েছে, ঋণের বোঝা কমলেও এখনও তা পুরোপুরি মেটেনি। বাজারে এই বন্ড এনে সেই ঋণের বোঝাই কাটাতে চায় পুরসভা।
[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি জানিয়ে করা পুনর্বিবেচনার আরজি প্রত্যাহার রাজ্যের, এবার কি শীর্ষ আদালতে?]
শেয়ারের তুলনায় বন্ডের সুরক্ষা বেশি। স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভার বন্ড বাজারে আসার খবরে লগ্নিকারীদের উৎসাহ চরমে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের অর্থদপ্তর এই বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছে কলকাতা পুরসভাকে। অর্থদপ্তরকে সে রিপোর্ট পাঠিয়েছে পুরসভা। সেবি’র অনুমোদনের অপেক্ষা। তা এলেই বন্ড বাজারে আনবে কলকাতা পুরসভা।