shono
Advertisement

Breaking News

আয় বাড়াতে উদ্যোগ, বাজারে নিজেদের বন্ড আনছে কলকাতা পুরসভা

নির্দিষ্ট সময় পর সুদ-আসল হাতে পাবেন বন্ড ক্রেতা।
Posted: 02:30 PM Jun 16, 2023Updated: 05:06 PM Jun 16, 2023

অভিরূপ দাস: পূর্ব ভারতের প্রথম পুরসভা হিসেবে বাজারে নিজেদের বন্ড আনতে চলেছে কলকাতা পুরসভা। বন্ডের নির্দিষ্ট মেয়াদ থাকে। কলকাতা পুরসভার বন্ডেরও তাই থাকবে। সূত্রের খবর ৫, ৭ এবং ১০ বছর মেয়াদের বন্ড বাজারে আনছে কলকাতা পুরসভা। নির্দিষ্ট সময় বাদে সুদ-আসল হাতে পাবেন বন্ড ক্রেতা।

Advertisement

পুরসভা সূত্রে খবর, ২০২৩-এর নভেম্বর মাসে বাজারে আসতে চলেছে কলকাতা পুরসভার বন্ড। তিন ধাপে এই বন্ড বাজারে ছাড়া হবে। লক্ষ‌্য একটাই। পুরসভার আধিকারিক জানিয়েছেন, প্রতি ধাপে বন্ড বিক্রি করে বাজার থেকে মোট ১ হাজার ৫০ কোটি টাকা তুলতে চায় কলকাতা পুরসভা। পুরসভার শেষ বাজেটে দেখা গিয়েছে, ঋণের বোঝা কমলেও এখনও তা পুরোপুরি মেটেনি। বাজারে এই বন্ড এনে সেই ঋণের বোঝাই কাটাতে চায় পুরসভা।

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি জানিয়ে করা পুনর্বিবেচনার আরজি প্রত্যাহার রাজ্যের, এবার কি শীর্ষ আদালতে?]

শেয়ারের তুলনায় বন্ডের সুরক্ষা বেশি। স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভার বন্ড বাজারে আসার খবরে লগ্নিকারীদের উৎসাহ চরমে। উল্লেখ‌্য, পশ্চিমবঙ্গ সরকারের অর্থদপ্তর এই বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছে কলকাতা পুরসভাকে। অর্থদপ্তরকে সে রিপোর্ট পাঠিয়েছে পুরসভা। সেবি’র অনুমোদনের অপেক্ষা। তা এলেই বন্ড বাজারে আনবে কলকাতা পুরসভা।

[আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি চিঠি, প্রাণে মেরে ফেলার হুমকি! আতঙ্কে ঘরছাড়া তেহট্টের সিপিএম প্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement