নিরুফা খাতুন: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। আরও দুদিন বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গ। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, এমনটাই জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা জয়সলমের, কোটা, গুনা এবং সিদ্ধি হয়ে জামশেদপুরের পর বঙ্গোপসাগরে নিম্নচাপের উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ রাজস্থানে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। দক্ষিণ রাজস্থান ও সংলগ্ন গুজরাটের উপর অবস্থান করছে। এটি ক্রমশ গুজরাটের দিকে আরও এগিয়ে যাচ্ছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা ও বাংলা উপকূলের কাছাকাছি অবস্থান করছে।
[আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের ছক, সীমান্তে ১৪ কোটি টাকার সোনা উদ্ধার, ধৃত ১]
জানা গিয়েছে, নিম্নচাপের জেরেই বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কাল থেকে বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই স্পেল চলবে শুক্রবার পর্যন্ত। মেঘলা থাকবে আকাশ। বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্রিশগড়েও। বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যাণ্ড, ত্রিপুরায় আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ছত্রিশগড়ের কঙ্কণ, গোয়া, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশাতে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।