shono
Advertisement

Kolkata Weather Update: পুজোর মুখেই কি ভাসবে বাংলা? নিম্নচাপে অশনি সংকেত

সপ্তাহান্তে শপিংয়ের পরিকল্পনা? জেনে নিন আবহাওয়ার আপডেট।
Posted: 04:03 PM Sep 28, 2023Updated: 04:49 PM Sep 28, 2023

নিরুফা খাতুন: পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ। সপ্তাহান্তেই ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ গোটা বাংলা। তার ফলে ফের পণ্ড হতে পারে পুজোর শপিং। দুশ্চিন্তায় মাথায় হাত পড়ার জোগার ব্যবসায়ীদের। 

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। মায়ানমার উপকূলে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। তার প্রভাবে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মূলত আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে। শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা।

[আরও পড়ুন: ‘গোটা পরিবারের দায়িত্ব সামলায়’, গৃহবধূর আয় নিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের]

এদিকে, বৃহস্পতি ও শুক্রবার আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের হার বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। বুধবার ছিল ৩৩.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯২ শতাংশ। বৃষ্টিতে কী মাটি হবে পুজোর আনন্দও, এই প্রশ্নই এখন উৎসবমুখর বাঙালির মাথায় ঘুরপাক খাচ্ছে।

[আরও পড়ুন: দিল্লিতে মামলা সরতেই সক্রিয় পাচারচক্র, আসানসোলে পাকড়াও গরুবোঝাই লরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার