shono
Advertisement

দাবদাহ থেকে মুক্তি দিয়ে মুষলধারে বৃষ্টি দক্ষিণবঙ্গে

শহরের সর্ব্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির আশেপাশে, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস The post দাবদাহ থেকে মুক্তি দিয়ে মুষলধারে বৃষ্টি দক্ষিণবঙ্গে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:18 PM Jun 13, 2016Updated: 09:53 AM Jun 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৪৮ ঘন্টার তীব্র দাবদাহ ও ঘেমো গরমের হাত থেকে মুক্তি পেল দক্ষিণবঙ্গ৷ সোমবার ভোর থেকে কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়৷ বৃষ্টি হয়েছে ৩১.৭ মিলিমিটার৷ তবে এই বৃষ্টি প্রাক-বর্ষা বা বর্ষার আগমনের জন্য নয় বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ বিহারের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সরে আসায় স্থানীয়ভাবে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে৷ সেই মেঘ থেকেই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আজ শহরের সর্ব্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির আশেপাশে, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস৷

Advertisement

প্রায় দু’মাস তীব্র গরমের পর আজ ভোর থেকে হঠাৎ করেই পরিস্থিতির বদল৷ অবশ্য শনিবারের তুলনায় রবিবার দু’ডিগ্রি কমে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি৷ যদিও তা স্বাভাবিকের তুলনায় প্রায় ছ’ডিগ্রি বেশি৷ মেঘলা আকাশ ও হালকা হাওয়া থাকায় পরিস্থিতি কিছু অনুকূল ছিল৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কেরলে ঢুকে সাধারণত বঙ্গোপসাগর হয়ে ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর রাজ্যে ঢোকে বর্ষা৷ কিন্তু এবার বর্ষা মধ্য বঙ্গোপসাগরে এসে আচমকাই গতি কমিয়েছে৷ কারণ এল নিনোর শেষবেলার প্রভাব৷ যার জেরে রাজস্থানের দিক থেকে আসা গরম হাওয়া দেওয়াল তুলে রেখেছে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত৷ দাবদাহের সঙ্গে বাড়ছিল আর্দ্রতার প্রভাব৷ আজকের বৃষ্টি স্থানীয়ভাবে সঞ্চার হওয়া বজ্রগর্ভ মেঘের কারণে হয়েছে৷ পাকাপাকিভাবে বর্ষা কবে আসবে তা নিয়ে এখনই নিশ্চিত নন বিশেষজ্ঞরা৷

বেলা গড়ালেও কোথাও কোথাও বৃষ্টিপাত এখনও চলছে৷ আজ দিনভর শহরের আকাশ মেঘে ঢাকা থাকবে৷ বিকেলের দিকে ফের একপ্রস্থ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে৷ সকালের কয়েক ঘন্টার বৃষ্টিতেই মধ্য কলকাতার কোনও কোনও এলাকায় জল জমে গিয়েছে৷ যদিও কলকাতা পুরসভার সৌজন্যে কোথাও জল বেশিক্ষণ জল জমেনি৷

এদিকে আজ থেকেই খুলে গেল সব সরকারি স্কুল৷ সকালে পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে বেগ পেতে হয় অভিভাবকদের৷ শ্যামবাজার, মৌলালি, শিয়ালদহের মতো ব্যস্ত এলাকায় সকাল ৭টা থেকে ট্রাফিক জ্যাম শুরু হয়ে যায়৷ বৃষ্টির জেরে আজ কয়েকটি বিমান ওঠানামাতেও দেরি হয়েছে বলে খবর৷ শিয়ালদহ ও হাওড়া স্টেশনে ট্রেন চলাচলের গতি ছিল ধীর৷

The post দাবদাহ থেকে মুক্তি দিয়ে মুষলধারে বৃষ্টি দক্ষিণবঙ্গে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement