অর্ণব আইচ: পুলিশ পরিচয় দিয়ে, গ্রেপ্তারির ভয় দেখিয়ে ৬৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। শিয়ালদহের হোটেল থেকে গ্রেপ্তার ২ যুবক। ধৃতদের থেকে মোবাইল, সিম ও বেশ কিছু নথি পেয়েছে পুলিশ। তাঁদের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করা হয়েছে।
জানা গিয়েছে, ধৃতদের নাম ধনজি জগন্নাথ শিন্ডে ও বিনোদ কন্ডিবা পাওয়ার। পুলিশ সূত্রে খবর, ধৃতরা এক মহিলাকে ফোন করেন। নিজেদের দিল্লি পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে জানান, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারির ভয় দেখানো হয়। জানান, সেটেলমেন্ট করতে দিতে হবে ৬৬ লক্ষ টাকা। কী অপরাধ করেছেন, তা বুঝতে না পারলেও আতঙ্কিত হয়ে পড়েন মহিলা। চাপের মুখে এক পর্যায়ে টাকা দিতে রাজি হয়ে যান।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে তদন্তে নামে পুলিশ। উঠে আসে ধনজি জগন্নাথ শিন্ডে ও বিনোদ কন্ডিবা পাওয়ার-এর নাম। তাদের খোঁজে শুরু হয় তল্লাশি। পরবর্তীতে শিয়ালদহের হোটেল থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের। জানা গিয়েছে, ধৃত ধনজি মূল অভিযুক্ত। তার ইয়েস ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে। ধৃত অপর যুবক ধনজির সহযোগী। উল্লেখ্য, ধৃতদের থেকে মোবাইল, প্রি অ্যাকটিভেটেড সিম ও ব্য়াঙ্কের কিছু নথি উদ্ধার হয়েছে।