দিশা আলম, বিধাননগর: সীমান্তে ওপারে অস্থির পরিস্থিতির মধ্যেই নিউটাউন থেকে গ্রেপ্তার বাংলাদেশের তিন নাগরিক। গ্রেপ্তার করেছে শিলং পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁরা প্রত্যেকেই বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতা।
রবিবার রাতে মেঘালয়ের শিলং পুলিশের হানায় ইকোপার্কের কাছে একটি আবাসনের সামনে থেকে পাকড়াও করা হয় তিন বাংলাদেশি নেতাকে। ধৃতদের শিলংয়ে নিয়েও গিয়েছে সে রাজ্যের পুলিশ। তদন্তকারী একটি সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই গ্রেপ্তারি বেশ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, সীমান্তের ওপারে অস্থির পরিস্থিতি চলছে। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির ঘটনায় পরিস্থিতি আরও বিগড়েছে। হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে বলেও অভিযোগ। এই আবহে বুধবারে চোরাপথে বনগাঁয় পালিয়ে আসে এক দম্পতি ও তাঁদের ভাগ্নে। এর মধ্য়ে প্রাণ ভয়ে অনেকেই সীমান্ত পেরিয়ে এ দেশে আসার চেষ্টা করছেন। অনেকে ইতিমধ্যে চোরাপথে পালিয়েও এসেছেন। যেমন চোরাপথে ভারতে এসে বনগাঁয় গ্রেপ্তার হয়েছে তিন বাংলাদেশি। প্রাণভয়ে বুধবার এদেশে অনুপ্রবেশ করে তাঁরা। আশ্রয় নেন এক আত্মীয়ের বাড়িতে। খবর পেয়ে সেখান থেকেই পুলিশ গ্রেপ্তার করল তাঁদের। বৃহস্পতিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবার খাস নিউটাউন থেকে তিন রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হল।