shono
Advertisement

Breaking News

Indian passport

বাংলাদেশি পরিবারের চারজনের ভুয়া ভারতীয় নাগরিকত্ব, তদন্তে গোয়েন্দা পুলিশ

'মোদি' পদবীধারী ওই চারজনের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।
Published By: Anwesha AdhikaryPosted: 02:07 AM May 09, 2025Updated: 02:07 AM May 09, 2025

অর্ণব আইচ: একসঙ্গে ভারত ও বাংলাদেশ দু’দেশেরই পাসপোর্টের অধিকারী। অভিযোগ, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কলকাতায় এসে এখানেই থেকে গিয়েছেন বাংলাদেশি একটি পরিবার। ‘মোদি’ পদবীর ওই পরিবারের চার সদস্যের বিরুদ্ধে কড়েয়া থানায় অভিযোগ দায়ের করল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই চারজনের নাম বিজয় মোদি, তাঁর ছেলে আশিস মোদি, দিলীপ মোদি ও তাঁর মা কৌশল‌্যা মোদি। বাংলাদেশ থেকে সার্ক ভিসা নিয়ে কলকাতায় এসেছিলেন ওই বাংলাদেশি পরিবার। বাংলাদেশেও তাঁদের আত্মীয়রা রয়েছেন। কলকাতায় এসে তাঁরা পাম অ‌্যাভিনিউয়ে থাকতে শুরু করেন। ওই ঠিকানায় অভিযুক্তরা জোগাড় করেন ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড।

বাংলাদেশের পাসপোর্ট থাকা সত্ত্বেও ওই নথি দেখিয়ে তাঁরা ভারতীয় পাসপোর্ট জোগাড় করে এই দেশের ভুয়ো নাগরিকত্ব নিয়ে নেন। সম্প্রতি সার্ক ভিসা সংক্রান্ত তদন্ত করতে গিয়েই এসসিও-র গোয়েন্দারা জানতে পারেন যে, ভিসার মেয়াদ ফুরোলেও ‘মোদি’ পরিবারের সদস‌্যরা দেশে ফেরেননি। এর পরই পাম অ‌্যাভিনিউয়ে তাঁদের সন্ধান মেলে। তাঁদের তলব করে জেরা করা হচ্ছে। ক্রমে তাঁদের বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে, কলকাতা পুরসভার ভুয়ো জন্মের শংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন। মহম্মদ কুরাতুল্লাইন আজাহার নামে এক ব‌্যক্তির বিরুদ্ধে একবালপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয় যে, ওই শংসাপত্রটি কলকাতা পুরসভা ইস্যু করেনি। সেটি জাল নিশ্চিত হওয়ার পর তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিযুক্ত ওই চারজনের নাম বিজয় মোদি, তাঁর ছেলে আশিস মোদি, দিলীপ মোদি ও তাঁর মা কৌশল‌্যা মোদি।
  • বাংলাদেশের পাসপোর্ট থাকা সত্ত্বেও ওই নথি দেখিয়ে তাঁরা ভারতীয় পাসপোর্ট জোগাড় করে এই দেশের ভুয়ো নাগরিকত্ব নিয়ে নেন।
Advertisement