সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোপে টিকল না পুলিশের যুক্তি! অন্তর্বর্তী জামিন পেলেন বাকি ৪ চাকরিপ্রার্থীও। সোমবার আলিপুর আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারক। নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর পাড়ায় আন্দোলন করতে ঢুকে পড়েছিলেন উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা (Upper Primary Aspirants)। আন্দোলন নিয়ন্ত্রণে আনতে ৫৯ জন চাকরিপ্রার্থীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে ৫৫ জনই মহিলা চাকরিপ্রার্থী।
নিয়োগের দাবিতে শুক্রবার হাজরায় জড়ো হয়েছিলেন উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা। মিছিল চলাকালীন কয়েকজন মুখ্যমন্ত্রীর পাড়ায় ঢুকে পড়েন। উদ্দেশ্য ছিল, মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া। তবে মাঝপথেই তাঁদের আটকে দেয় পুলিশ। ৫৯ জনকে গ্রেপ্তার করে তারা। তাঁদের মধ্যে ৫৫ জন মহিলা চাকরিপ্রার্থী শনিবারই জামিন পেয়ে গিয়েছিলেন। বাকি ৪ পুরুষ চাকরিপ্রার্থীকে দুদিনের জেল হেফাজত দেওয়া হয়েছিল। সোমবার তাঁদের আদালতে তুলে তদন্তের স্বার্থে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ। কিন্তু তাঁদের দাবি খাটেনি।
[আরও পড়ুন: ৩ রাজ্যে ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে জোট হয়নি কেন? হারের ব্যাখ্যা চাইলেন রাহুল]
এদিন সরকারি কৌঁসুলিকে প্রশ্ন করেন বিচারক- তদন্তের অগ্রগতি কেমন? সদুত্তর দিতে পারেননি তিনি। পালটা দাবি করেন, আন্দোলনকারীরা অপরাধমূলক কাজ করেছিলেন। পুলিশের উপর চড়াও হয়েছিলেন তাঁরা। পালটা আন্দোলনকারীদের আইনজীবী জানান, ধৃতরা কেউ সরাসরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। দুজন চায়ের দোকানে বসেছিলেন এবং বাকি দুজন মোবাইলে ভিডিও করছিলেন। তাঁর আরও দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবে তাঁদের তুলে নিয়ে গিয়েছিলেন। সরকারি আইনজীবীর যুক্তি আদালতে টেকেনি। জামিন পেয়ে যান ৪ জনই। মুক্তির পর রীতিমতো তাঁদের মালা পরিয়ে স্বাগত জানানো হয়।