shono
Advertisement
Behela

চকোলেটের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে যৌন হেনস্তা! পুরকর্মীকে নেড়া করে 'শাস্তি' এলাকাবাসীর

তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
Published By: Paramita PaulPosted: 07:35 PM Feb 12, 2025Updated: 07:35 PM Feb 12, 2025

নিরুফা খাতুন: আটবছরের শিশুকে যৌন হেনস্তা! চকোলেটের লোভ দেখিয়ে শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে কাঠগড়ায় কলকাতা পুরসভার শ্রমিক। বুধবার ঘটনাটি ঘটে বেহালা এলাকা। এলাকার মানুষজন অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। তার মাথা নেড়া করে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

বেহালা ১২৩ নম্বর ওয়ার্ডের লীলাশ্রী সংঘের ক্লাবের কাছে পুরসভার এক শ্রমিক কাজ করতে গিয়েছিল। অভিযোগ, সেখানে স্থানীয় এক ৮ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্তা করে ওই শ্রমিক। চকোলেটের লোভ দেখিয়ে ফুঁসলিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করা হয় বলে দাবি। কুকীর্তি করে ঘটনাস্থল থেকে চম্পট দেওয়ার ছক ছিল তার। কিন্তু কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। আর সেই খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সঙ্গে সঙ্গে ওই পুরশ্রমিককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মাথা নেড়া করে দেয় উত্তেজিত জনতা। সঙ্গে মারধর করারও অভিযোগ উঠেছে। এলাকায় উত্তেজনার খবর পেয়ে পুলিশ পৌঁছয়। পরে অভিযুক্তকে আটক করে বেহালা থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আটবছরের শিশুকে যৌন হেনস্তা!
  • চকোলেটের লোভ দেখিয়ে শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে কাঠগড়ায় কলকাতা পুরসভার শ্রমি্ক।
  • এলাকার মানুষজন অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে।
Advertisement