সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় স্তরে দর্শককে 'বন্দিশ ব্যান্ডিটস', খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর মতো ছবি উপহার দেওয়ার পর এবার বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে অভিনেতা ঋত্বিক ভৌমিক। প্রথম ছবিতে জুটি বাঁধবেন শাশ্বতকন্যা হিয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে। বলে রাখা ভালো তাঁদের দু'জনেরই এটি প্রথম বাংলা ছবি। মঙ্গলবার প্রকাশ্যে এল রাতুল মুখোপাধ্যায় পরিচালিত 'মন মানে না' ছবিতে ঋত্বিক ও হিয়ার লুক।
ছবিতে তাঁদের লুক দেখেই বোঝা যাচ্ছে নতুন প্রজন্মের প্রেমের সংজ্ঞাই বোনা হবে ছবিতে। দুই নতুন মুখ যে এই ছবির হাত ধরে দর্শকের মনে এক আলাদা আমেজ তৈরি করবে সেকথা বলাই বাহুল্য। নতুন বছরে ভালোবাসার মরশুমে অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে'তেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। আগামী ১৩ ফেব্রুয়ারি বড়পর্দায় আসবে এই ছবি।
উল্লেখ্য, শুভেন্দু চট্টোপাধ্যায়ের সুযোগ্য উত্তরসূরী হিসেবে টলিউড-বলিউডে দাপিয়ে কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বাংলার বাইরেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এবার তাঁর পরবর্তী প্রজন্মের পালা। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মেয়ে হিয়া চট্টোপাধ্যায়। হিয়া, সৌম্য, ঋত্বিককে নিয়ে ত্রিকোণ প্রেমের জমজমাট গল্প আনছেন রাহুল মুখোপাধ্যায়।
এই নামে যদিও এর আগে একটি সুপারহিট ছবি রয়েছে, তবে তাতে বিন্দুমাত্র বিচলিত নন রাহুল। অন্যদিকে মেয়ের টলিউড ডেবিউ প্রসঙ্গে সংবাদ প্রতিদিনকে শাশ্বতপত্নী মহুয়া চট্টোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন, “আমি ভীষণ খুশি। দীর্ঘদিন ধরেই হিয়ার অভিনয়ের ইচ্ছে ছিল। দামিনী বেণী বসুর কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছে। আমি মনে করি, যে কোনও কাজ শুরুর আগেই প্রশিক্ষণ খুব জরুরী। হিয়া ভীষণই সিন্সিয়ার। স্কুল-কলেজের যে কোনও বিষয়েও দেখেছি। মা হিসেবে ওঁর জন্য উচ্ছ্বসিত আমি।”
