shono
Advertisement
Kolkata

নকল সোনা বিক্রির অভিযোগে গণপিটুনি! পর্ণশ্রীতে গভীর রাতে রাস্তায় ধারে উদ্ধার দেহ

আরেকজন গুরুতর আহত।
Published By: Subhankar PatraPosted: 12:51 PM Jun 22, 2025Updated: 01:51 PM Jun 22, 2025

নিরুফা খাতুন: নকল সোনার গয়নার বিক্রির অভিযোগে গণপিটুনি! গভীর রাতে এক ব্যক্তির দেহ উদ্ধার করল বেহালার পর্ণশ্রী থানা। আরেকজন গুরুতর আহত। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় সঞ্জীব কুমার, বিশ্বজি বিশ্বাস, চন্দন ঘোষে-সহ অজ্ঞাতপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

শনিবার রাত ২টো ৩০ নাগাদ টহল দেওয়ার সময় বেহালার ধর্মরাজতলায় এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ। কাছে যেতেই বোঝা যায় ব্য়ক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁর নাম দীপক সিং। বয়স ৩৩ বছর। কয়েকজন ব্যক্তি তাঁর এই দশা করেছে বলে অভিযোগ করেন তিনি। দীপক পুলিশকে আরও জানান, তাঁর এক সঙ্গীকেও মারধর করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে।

সেই মতো তল্লাশি শুরু করে পুলিশ। ৯ এনজি সাহা রোডে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন তদন্তকারীরা। মৃতের নাম মহেন্দ্র সিং। বয়স ৫৫। ঘটনাস্থলে কোনও রক্তের দাগ দেখতে পারেনি পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেটি মূল 'ক্রাইম' স্থল না। দু'জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখান মহেন্দ্র করে মৃত বলে ঘোষণা করা হয়। দীপক গুরতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। কী করে এই অবস্থা হল?

পুলিশ জানিয়েছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে নকল সোনার গয়না বিক্রি করার অভিযোগ রয়েছে। তা বুঝতে পেরে বিশ্বজিৎ বিশ্বাস দুই ব্যক্তিকে একটি নির্মাণস্থলে ডেকে পাঠায়। সেখানেই দীপক ও মহেন্দ্রকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সেই মারধরের জেরেই মহেন্দ্রের মৃত্যু হয়েছে বলে অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নকল সোনার গয়নার বিক্রি করার অভিযোগে গণপিটুনি!
  • গভীর রাতে এক ব্যক্তির দেহ উদ্ধার করল বেহালার পর্ণশ্রী থানা। আরেকজন গুরুতর আহত। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
  • ঘটনায় সঞ্জীব কুমার, বিশ্বজি বিশ্বাস, চন্দন ঘোষে-সহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement